শব্দজট

শব্দগুলো জট পাকিয়ে
মাথার ভিতর খেলা করে,
ইচ্ছে করে লিখে ফেলি
গল্প কিংবা কবিতা।

খাতার পাতায় মুক্ত হয়ে
শব্দগুলো প্যারেড করে,
ইচ্ছে হলেই যায় কি বলা
এটাই গল্প, কবিতা?

– ০৪ জুলাই, ২০০৯

১,৯৯৮ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “শব্দজট”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভালো ছিল :clap: :clap: আরো বড় করার অবকাশ ছিল 😉 😉 😉


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।