তোমায় আমি আর ভালবাসি না

তোমায় আমি আর ভালবাসি না
তোমার দেখা পাওয়ার জন্য
জি-ই-সি-র মোড়ে, মানুষের ভীড়ে
মুখে শুকনো হাসি, হাতে টকটকে লাল গোলাপ নিয়ে
দাঁড়িয়ে থেকে আর করব না অপেক্ষা।
শুধুমাত্র তোমার স্পর্শ পাওয়ার জন্য
দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটব না আর
এদিক থেকে ওদিক, এখান থেকে ওখানে।
আটকে রাখব না নিজেকে যন্ত্রের মত
একটা ক্ষুদ্র যন্ত্রের ভিতর সকাল বিকাল
ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট।
মেইলবক্সে তোমার চিহ্ন না পেয়ে
দিশেহারা হব না আমি যখন তখন
তোমাকে চিঠি পাঠাতে হয়ে উঠব না ব্যস্ত
হারাব না সাইবারের জগতে আর কখনও।
তোমাকে যখন তখন অবাক করে দেবার জন্য
Archies কিংবা Hallmark এর রাজ্যে ঘুরতে ঘুরতে
ক্লান্ত হব না, নিজেকে করব না আর নেশাগ্রস্ত
তোমার মুখে একবিন্দু হাসি ফোটানোর জন্য
১০১ টা অব্যর্থ বোরিং জোকসের প্রচেষ্টা চালিয়ে
একশ একবার ব্যর্থ হয়ে নিজেকে হাঁপিয়ে তুলব না আর।
তোমার কথা ভেবে যত্রতত্র খাতার পেছনে লেখা কবিতাটায়
মেলাব না কোন লাইন কিংবা
আকাশের দিকে তাকিয়ে
গীটার হাতে হঠাৎ করে গেয়ে উঠব না
জেমসের সেই পুরনো গান।
অর্থহীনের গান শুনে
তোমাকে আমাকে আর করবা না অর্থহীন,
অকারণে আত্মহারা হয়ে
আকাশ বাতাস কাঁপিয়ে আর করব না চিৎকার
– আমি তোমায় ভালবাসি।
আমার ক্যানভাসে, আমারই তুলির রঙে
আর থাকবে না তোমার কোন ছবি,
থাকবে না তুমি আমার কোন কল্পনায় কখনও
কিংবা স্বপ্নে কোনদিন, কারণ-
তোমায় আমি আর ভালবাসি না
তোমায় আমি আর একটুও ভালবাসি না।

(কবিতাটা এর আগে একবার একটা ম্যাগাজিনে ছাপানো হয়েছিল। সিসিবি তে দেওয়ার লোভটা একদমই সামলাতে পারলাম না বলে দুঃখিত)

১,০২৪ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “তোমায় আমি আর ভালবাসি না”

  1. তোমার মুখে একবিন্দু হাসি ফোটানোর জন্য
    ১০১ টা অব্যর্থ বোরিং জোকসের প্রচেষ্টা চালিয়ে
    একশ একবার ব্যর্থ হয়ে নিজেকে হাঁপিয়ে তুলব না আর।

    দারুণ কয়টা চরণ... হা হা হা হা :goragori:

    দোস্ত, তোর সবগুলো কবিতার মধ্যে এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে।
    খুব সাবলীল প্রকাশভংগী...
    এই রকম আরো চাই...
    :hatsoff: :hatsoff:

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহবুবা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।