ভাবছাড়া সুরে খাপছাড়া গান

তোমার জন্য নতুন একটা গান লিখে যাই
যতই নতুন শব্দ খুঁজি, কোন শব্দ নাই
শব্দ খুঁজি এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ
কখনও না পেয়ে শব্দ বসাই যেমন তেমন
শব্দ যত সাজাতে যাই হয়ে যায় এলোমেলো
এ লাইনটা মেলাতে গিয়ে ঐ লাইনটা গেল!
গানের খাতা ছুঁড়ে ফেলে গীটার নিলাম হাতে
বেসুরো সব সুর বসালাম এলোমেলো গানটাতে
নতুন মাত্রা আনতে গিয়ে সুর হয় সব একরকম
অন্যরকম করতে গিয়ে বেসুরো হয় যখন তখন।
খাপছাড়া এই গানটাতে তাই সুর হয় সব ভাবছাড়া
তোমার জন্য গানটা বানাতে হলাম না আমি হাল-ছাড়া!
তোমার জন্য ভুলে গিয়ে আজ সব রাগ অভিমান
ভাবছাড়া সুরে খাপছাড়া এই চৌদ্দ লাইনের গান।

১,৩৪৮ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ভাবছাড়া সুরে খাপছাড়া গান”

মওন্তব্য করুন : মুশফিক (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।