সাতাশ বছর আগে – দুই

নির্জন রাত, এখন সবাই ঘুমিয়ে
খোলা আকাশের নীচে একা একা জেগে রয়েছি;
দুরন্ত বাতাস কান ছুঁয়ে ছুঁয়ে যায়। নীলা,
আমিই কি একা একাই হেঁটে চলেছি? তুমি কি নেই আমার সাথে?

নাকি সাথে সাথে হাঁটছিলে ছায়ার মত, কোথাও থেমে গেছো?

এখন অনেক রাত- ভোর হতে বেশী বাকী নেই,
শেষ রাতের মেঘগুলো শেষ বারের মত উত্তরে চলে যাচ্ছে।
চাঁদ খুব ঘনঘন উকি দিচ্ছে আর হারাচ্ছে,
নি:শব্দ রাতে গাছগুলোওবাতাসের সাথে মৃদু মাথা নাড়ছে।
কোথাও আর কোন শব্দ নেই, সব চুপচাপ।

নীলা তুমি কি এখনো দাঁড়িয়ে, কতক্ষণে পায়ে পা মিলিয়ে হাঁটবে?

এ কেমন নির্জনতা, কেমন এড়িয়ে চলা নীলা?
সবই আমার চারপাশে জীবন্ত, ঘুমে বিভোর,
সব কিছুই আছে মাতালসম এক ঘোরের মধ্যে,
এতো বড় মিছিলের মাঝে, তবুও আমি এমন একা!

তোমার হাত আমার চুলে খেলে বেড়ায়, তোমার স্পর্শ,
তোমার সুবাস আমার খুব কাছেই, কোথায় তুমি নীলা?
এমন রাতে একা একা জেগে পার করতে ভয় হয়,
বুঝতে পারিনা কখন জেগে আছি কখন স্বপ্ন দেখছি।
তোমার অস্তিত্ব আমি পুরোপুরি অনুভব করি,
তুমি কি কখনো করনি? এখনো করনা?

ঘুমের মাঝে সাথে আছো নীলা, জাগবো না, যদি হারিয়ে যাও!!

৫,২৭১ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “সাতাশ বছর আগে – দুই”

  1. পারভেজ (৭৮-৮৪)

    এই লিখাগুলা তেইশের আশেপাশে, তাই না?

    তেইশ বড়ই অদ্ভুত সময়। জন মিল্টন ২৩-এ পৌছে নিজের কবি স্বত্বাটা অনুভব করেছিলেন।
    এই সিসিবিতেই কার যেন এক পুরনো কবিতা পড়ে হিসাব করে অবাক হয়েছিলাম, সেটাও ২৩-এ লিখা।

    তেইশ বড়ই অদ্ভুত সময়!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • Murshed JCC-85

      জন মিল্টনের অন হিজ হ্যাভিং এ্যরাইভড এ্যট দ্য এজ অফ টোয়েন্টি থ্রি।
      সুনীলের তেইশ বছর কেটে গেলো।
      বেকহাম এর তেইশ নং জার্সি।
      আমার ক্যাডেট নং এর শেষ দুই ডিজিট।
      এক ভবিষ্যৎবানী দেখলাম সেপ্টেম্বর তেইশ, ২০১৭ তে নাকি যুদ্ধ শুরু হবে।

      তবে তেইশ মনে হয় একটা ডিফাইনিং এজ। কিশোর থেকে তরুন হতে ১৪ বছর একটা বয়স, আমার ধারনা তেইশে যুবক থেকে দ্বায়িত্ববান হবার বয়স তেইশ।

      জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    সিসিবিতে সুস্বাগতম, ভাইয়া! ব্লগে নতুন কাউকে দেখতে পেলে খুব ভাল লাগে। নিজেদের দলটা ভারী করতে কে না চায় বলেন! আশাকরি আমাদের সাথেই থাকবেন। আমাদের আসরের কবিরা আপনার কবিতা পড়ে তাঁদের সুচিন্তিত মতামত দেবেন, আমি অকবি মানুষ কেবল স্বাগত জানিয়ে গেলাম।

    জবাব দিন
  3. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এতো বড় মিছিলের মাঝে, তবুও আমি এমন একা! -- একাকীত্বে এ অনুভবটা বোধ হয় সয়াব্রই আসে।
    ঘুমের মাঝে সাথে আছো নীলা, জাগবো না, যদি হারিয়ে যাও!! -- বেশ ভাল হয়েছে।

    জবাব দিন
    • Murshed JCC-85

      এটা মনে হয় আমাদের সবারই একটা পুরোন বোধ, জীবনের অল্প বা বেশী সময় সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, যখন, চারপাশে অনেক লোক, কিন্তু নিজে একা। এই ভাবটা কথায় প্রকাশ করা যায় না। বোঝানো যায়না, শেয়ার করা যায় না। আর স্বপ্ন এমন একটা অবস্হান, যা সাব কনশাসের নীচে, আন কনশাসের উপরে। ব্রেন ফ্রিকোয়েন্সি এত সুন্দর কন্ট্রোল্ড অবস্থায় থাকে, সুন্দর মূহুর্তগুলো লম্বা করে নিতে পারি। আমরা সবাই। অনেক ধন্যবাদ।

      জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।