একটি দাওয়াতী পোষ্ট

ব্লগের এই দুর্দিনে আমি একটা বিশাল পোষ্ট দিতাম চাই।
” শৈবাল দিঘীরে বলে উচ্চ করি শির
লিখে রেখো দুই ফোটা দিলেম শিশির। ”
যাক আযাইরা প্যাচাল না পাইরা এইবার আসল কথায় আসি। আমি গত ৪ ফেব্রুয়ারী ২০১১ তে ছোটখাট একটা বিয়া করছিলাম। সেই বিয়াটাকে একটু টাইনা বড় করতে মঞ্চাইতাছে। অনুষ্ঠানটা করা হয় নাই। হঠাত করে ভাবলাম করেই ফেলি। যেই কথা সেই কাজ। আর বিয়াটাকে বড় করবে যারা তাদের একটা বড় অংশ এই ব্লগের বাসিন্দারা। আমি এখন পর্যন্ত কোন ব্ল গেট টুগেদারে যাই নাই। অনেকের সাথে শুধু ব্লগেই পরিচয়। তাই এইবার একটা সুযোগ একটা গেট টুগেদার আর পরিচিতি পর্ব সেরে নেবার। হ্যা, সকল বড় ছোট ভাই ও বোনেরা আসছে ২৯ শে এপ্রিল রোজ শুক্রবার ঢাকার বেলী রোডস্থ অফিসার্স ক্লাবে আমার এবং আমার বৌ এর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর ২ মে আমার বাড়ি ঢাকার অদূরে ময়মনসিংহ শহরের ষ্টেশন রোডস্থ হোটেল আমীর ইন্টারন্যাশনাল এ বৌ-ভাত প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকেই ২ টা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ/অনুরোধ করা হলো।
আপনারা আসলে খুব খুশি হব। বিয়াত আর করব না তাই এইবারই সুযোগ আপনাদেরকে সবাইকে আমার বিয়ার অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর। সবাই আসবেন পিলিজ। আমার মবাইল নাম্বার ০১৭১৩৩৮৩৮৬০।
অপেক্ষায় থাকব আপনাদের জন্য।

২,০২৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “একটি দাওয়াতী পোষ্ট”

  1. টিটো রহমান (৯৪-০০)

    পুরুষ মানুষ মরে কিন্তু ক্যান যে দাওয়াত দিয়া মরে এইটা বুঝিনা :grr: :grr:

    সিরিয়াস: মুহিব দাওয়াতের জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা ....


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. সামিয়া (৯৯-০৫)

    দাওয়াতের জন্য অনেক অনেক অনেএএএএক ত্থ্যাঙ্কস। তবে সাবধান বাণী দিচ্ছি... যাদের দাওয়াত দিসেন...আলসের আলসে, আপনে যদি গাড়িও পাঠান, তাহলে বলবে "কোলে করে গাড়িতে তুলে দে, হেটে উঠতে আলসেমী লাগে..." (সম্পাদিত)

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)
    আমি গত ৪ ফেব্রুয়ারী ২০১১ তে ছোটখাট একটা বিয়া করছিলাম। সেই বিয়াটাকে একটু টাইনা বড় করতে মঞ্চাইতাছে।

    :khekz: :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।