আতিউর রহমান: যিনি প্রান্তজনের কথা বলেন

আতিউর রহমানকলেজে প্রথম তিন বছর আমাদের প্রিন্সিপাল ছিলেন রইস উদ্দীন আহমেদ। ক্লাস নাইনের শেষ দিকে রফিকুল ইসলাম নতুন প্রিন্সিপাল হয়ে আসলেন। রইস উদ্দীন স্যারকে আমাদের খুব একটা ভাল্লাগতো না। ভাবলাম, যাক বাঁচা গেল। কিন্তু কয়েকদিন পরই মজা টের পেলাম। রফিকুল ইসলামের তুলনায় রইস উদ্দীন ছিলেন মাটির মানুষ। রফিকুল ইসলামের প্রচণ্ড কড়াকড়ি আর ক্যাডেটদের পেছনে ভূতের মত লেগে থাকা আমরা কিছুতেই মেনে নিতে পারতাম না। ক্লাস টুয়েলভ পর্যন্ত এই মনোভাব বহাল ছিল। কলেজ থেকে বেরিয়ে এসেও সে সময়ের ক্যাডেটরা স্যারের দমন নীতির কথা ভুলতে পারেনি। কিন্তু কয়েকটি বিষয়ে আজও রফিকুল ইসলামের প্রশংসা করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, কলেজ লাইব্রেরির উন্নয়ন, কলেজের বিভিন্ন অনুষ্ঠানের মানোন্নয়ন, মসজিদের মানোন্নয়ন ইত্যাদি। বেশ কিছু মানের উন্নতি ঘটেছিল সন্দেহ নেই। পাশাপাশি রফিকুল ইসলামই প্রথম আমাদের কলেজে “গেস্ট স্পিকার” সংস্কৃতির জন্ম দেন। মাঝে মাঝে কোন এক বৃহস্পতি বার বিশিষ্ট কোন ব্যক্তি আসতেন, ক্লাস শেষে সবাইকে অডিটোরিয়ামে যেতে হতো তার বক্তৃতা শোনার জন্য। সবাই প্রচণ্ড বিরক্তি নিয়ে যেতো কিন্তু বের হওয়ার পর অধিকাংশই ভাবতো, নাহ্‌ সময়টা মন্দ কাটে নাই।

এমনই এক বক্তৃতা অনুষ্ঠানে মির্জাপুরের ক্যাডেটদের সাথে তাদেরই সিনিয়র ভাই আতিউর রহমানের সাক্ষাৎ ঘটে। দুঃখের বিষয়ে, সে অনুষ্ঠানে আমি ছিলাম না। শুধু আমি না, আমাদের ব্যাচের কেউই ছিল না। এসএসসি-র ছুটিতে সবাই বাসায় ছিলাম। আসলে এই ছুটির মধ্যেই কলেজে গেস্ট স্পিকার প্রথার প্রচলন ঘটে। ছুটি শেষে কলেজে ফিরে আসি। ডাইনিং হলে যে টেবিলে সিট পড়ে সেটার টেবিল লিডার ছিলেন শাহরিয়ার ভাই। উনার আবার এসব বিষয়ে বিশেষ আগ্রহ আছে। তার কাছ থেকেই আতিউর রহমানের কাহিনী শুনলাম। সেই কথাগুলোই আজ বলব। তবে বলার আগে তার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে নিচ্ছি।

আতিউর রহমান বাংলাদেশের প্রথম সারির অর্থনীতিবিদ। আমাদের কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। সেবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্ট্যান্ড করেছিলেন “মোঃ গিয়াসউদ্দিন” আর দ্বিতীয় স্ট্যান্ড করেছিলেন আতিউর রহমান। গিয়াসউদ্দিন এখন অ্যামেরিকায় পরমাণু গবেষণায় রত। আর আতিউর রহমান বাংলাদেশে উন্নয়ন গবেষণায় রত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স করেন। পিএচডি করেন ইংল্যান্ডের “School of Oriental and African Studies” থেকে। দেশে ফিরে বহুল আলোচিত ক্ষুদ্রঋণ এর প্রসারে কাজ শুরু করেন। ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত দারিদ্র্য বিমোচন বিষয়ক টাস্ক ফোর্সে অংশ নেন। একই সাথে জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে। জনতা শেষে সোনালী ব্যাংকের পরিচালক হন। দীর্ঘদিন “বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা” (Bangladesh Institute for Development Studies – BIDS)-র সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “উন্নয়ন গবেষণা” বিষয়ে অধ্যাপনা করছেন।

এতো গেল তার কর্মজীবনের কথা। কিন্তু পৃথিবীর যে মানুষগুলোকে শুধু তার কর্মস্থল দিয়ে বিচার করা যায় না, তিনি তাদের মধ্যে পড়েন। আতিউর রহমানের জীবনের বিশাল অংশ জুড়ে আছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন। এই স্বপ্নই তাকে জনমুখী গবেষণায় নিয়োজিত করেছে, অসংখ্য বই লিখতে অনুপ্রাণিত করেছে। সেসব কথা সবশেষে বলব। এবার তার বক্তৃতার কথা আসা যাক। তার কথাগুলো নিজের ভাষায় লিখছি।

আতিউর রহমান দেশের খুব সাধারণ এক গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা-মা ক্যাডেট কলেজ কি জানতেনও না। গ্রামের এক সরকারী প্রাইমারি স্কুলে পড়তেন। স্কুলের সবচেয়ে ভাল ছাত্রের প্রতি হেডমাস্টার সহ সব শিক্ষকেরই একটা আলাদা টান থাকে। এই টানের পাশাপাশি হেডমাস্টারের ছিল দূরদৃষ্টি। তিনিই রহমানকে ক্যাডেট কলেজের কথা শোনান। নিজ দায়িত্বে কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ব্যবস্থা করেন। তিনি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার শুধু কলেজে যাবার পালা। কিন্তু সমস্যা এখানেই। কলেজ থেকে জিনিসপত্রের লিস্টি এসেছে। যাওয়ার সময় এইসব সাথে নিয়ে যেতে হবে। কিন্তু টাকা। তার বাবা-মা’র তো এতো টাকা নেই। তখনই গ্রামবাসী এগিয়ে আসে। তাদের গ্রামের সেরা ছাত্রটিকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। গ্রামের সবার বাড়ি থেকে টাকা তুলে সব জিনিসপত্র কেনার ব্যবস্থা করে দেয়া হয়। সেইসব জিনিসপত্র নিয়ে, লুঙ্গি পরে, ঠেলাগাড়িতে চড়ে মির্জাপুর ক্যাডেট কলেজে প্রবেশ করেন আতিউর রহমান।

এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই স্ট্যান্ড করেন। সব ভাল ছাত্ররা মেডিকেল আর ইঞ্জিনিয়ারং নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু গ্রামের যে মানুষগুলো তাকে এতোদূর আসতে সাহায্য তাদের কথা ভেবেই রহমান অর্থনীতি বেছে নেন। সেই তখন থেকেই বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের গবেষণা নিয়ে স্বপ্ন দেখতে থাকেন। তার সে স্বপ্ন আজ অনেকাংশেই বাস্তব। এবার সেই বাস্তবায়নের কথা বলব।

শাহরিয়ার ভাইয়ের মুখে এই কথাগুলো শুনেই আতিউর রহমানের ভক্ত হয়ে পড়ি। আসাদুজ্জামান বা দেবপ্রিয় ভট্টাচার্যকে বাদ দিয়ে তাকেই সবচেয়ে বস মানতে শুরু করি, হাজার হোক ক্যাডেট ভাই তো। তার সম্বন্ধে আরও জানতে ইচ্ছে করে। সেই সুযোগও করে দেন রফিকুল ইসলাম। (কেউ আবার ভাইবেন না, আমি তেলানোর প্রিন্সিপালরে গিয়া এই কথা কইছি। আসলে সবই দৈবক্রমে ঘটছে)। কলেজ লাইব্রেরিতে আতিউর রহমানের লেখা গাদি গাদি বই আসতে শুরু করে। এখনও সেই লাইব্রেরিতে গেলে তার অন্তত ৩০-৪০টা বই পাওয়া যাবে। একাধিক কপি ধরলে এ সংখ্যা আরও বাড়বে। আমি খুব বেশী বই পড়িনি। কারণ বেশিরভাগই উচ্চ মার্গের অর্থনীতি নিয়ে লেখা। ৫-৬টা বইয়ের মধ্যে সবচেয়ে ভাল লেগেছে “জনগণের বাজেট”। ভাল লাগায় দ্বিতীয় হল ভাষা আন্দোলন নিয়ে লেখা খণ্ড খণ্ড বইগুলো। নাম মনে আসছে না। আমি এখানে জনগণের বাজেট নিয়েই লিখব।

জনগণের বাজেট পড়া মানে আতিউর রহমানকে বুঝে নেয়া। প্রথমত, খুব সহজে বাজেটের জটিল বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের বাজেট তৈরীর প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন; তৃতীয়ত, বাংলাদেশের বাজেট তৈরীর প্রক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছেন। রীতিমত মুগ্ধ হয়েছি। প্রতি পদে পদে সাধারণ মানুষের কথা জেনেছি। বুঝতে পেরেছি, বাংলাদেশে বাজেট তৈরীর প্রক্রিয়া কতোটা অবৈজ্ঞানিক ও ঘোলাটে। এটাও অনুমান করতে পেরেছি যে, দেশের সাধারণ মানুষের বাজেট জ্ঞান কত কম। অথচ, রহমান বারবার বলেছেন, দেশের মানুষ বাজেট সম্পর্কে কিছু না জানলে দেশের বাজেট কখনই ভাল হবে না। বাংলাদেশে বাজেট পাশের পর টিভিতে জ্ঞানগর্ভ টক শো দেখা যায়, আসল বিষয় সাধারণ মানুষ কিছুই বুঝে না। বিস্মিত হয়েছিলাম এই পড়ে যে, ভারতেও নাকি জনগণের বাজেট তৈরীর একটা প্রচেষ্টা চলছে। সেখানকার এক শহরে নাকি বাজেট তৈরীর আগে বিশাল জনসভা করে সবকিছু ব্যাখ্যা করা হয়, পাশাপাশি সবার মতামত নেয়া হয়।
এই বই পড়ার পর আমি বুঝতে পেরেছি, আতিউর রহমান ও তার সহ গবেষকেরা কি করছেন। তারা এমনকি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বাজেট বোঝাচ্ছেন। তাদের মতামত জানতে চাচ্ছেন।

প্রান্তিকদের নিয়ে তিনি কতটা চিন্তিত তা বোঝা যায় “প্রান্তস্বর” ম্যাগাজিন পড়লে। প্রান্তজনের কথা- এ জিনিসটা আমি প্রান্তস্বরেই প্রথম পড়ি। বাংলাদেশের একেবারে প্রান্তে যাদের বাস এটা তাদের কথা। বুঝতেই পারছেন, যেখানে প্রশস্তের সুযোগ-সুবিধা যায় না সেটাই প্রান্ত। সেই প্রান্ত থেকে আসা কথাগুলো আমাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্তে মোড়া শহরে এসে পৌঁছায় না, কিছু কিছু পৌঁছালেও শহরের কোলাহলের ভিড়ে হারিয়ে যায়। সেই কথাগুলোই শহরের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইলেন আতিউর রহমান। প্রতিষ্ঠা করলেন “উন্নয়ন সমুন্নয়” (সমন্বয় নামেও পরিচিত) নামক অলাভজনক প্রতিষ্ঠান। উন্নয়ন সমুন্নয় এই প্রান্তজনদের নিয়েই কাজ করে। বাংলাদেশের ৮৫% মানুষ গ্রামে বাস করে, তাদের উন্নয়ন মানেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন। এই মূলনীতি মেনে আতিউর রহমান বিআইডিএস-এ অনেক গবেষণা করেছেন। বিআইডিএস থেকে “বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা” নামক জার্নাল বের হয়। সত্যি কথা, এই জার্নাল পড়লে দেশ কোথায় দাড়িয়ে আছে তা অনেকটাই বোঝা যায়। বোঝা যায়, উন্নত হওয়ার জন্য আমাদের আর কি কি করা প্রয়োজন, উন্নতি জিনিসটা কি তাও বোঝা যায়।

যা বলতে চেয়েছিলাম তা যেন তেন ভাবে বলে ফেলেছি। কিন্তু এগুলো বলা বা পড়া আসল কথা না। এগুলো নিয়ে চিন্তা করাটাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। ক্যাডেট হিসেবে আমাদের দায়িত্ব আরও বেশী। কারণ আমরা এমন এক স্থানে পড়াশোনা করেছি যা জনগণের অর্থে চলত। যে প্রান্তজনেরা আমাদের ম্যাট্টিক-ইন্টারে ভাল রেজাল্ট করিয়েছে, যারা আমাদেরকে ৬টা স্বর্ণালী বছর উপহার দিয়েছে তাদের কি কিছুই দেবো না? আমি না, ধরুন, আতিউর রহমানই আমাদের সবাইকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। এবার আমাদের জবাব দেয়ার পালা।

৪৮ টি মন্তব্য : “আতিউর রহমান: যিনি প্রান্তজনের কথা বলেন”

      • আরিফ (৯৫-০১)

        ভাই..মুহাম্মদ..আজ তোমার..লেখাটা আমার মামার বাসাই..বললে সে চুপ করে কথা গুলো শুনে..পরে সে আমাকে বললো: আমি এই কথা তার মুখে শুনেছি..পরে আমার মামা এই কথাগুলো পত্রিকায় তাকে লিখতে অনুরোধ করে..সে ১৯৯২ দিকে জনকন্ঠ পত্রিকায় লিখে..এতে ড:আতিউর রহমানের সহধর্মিনী..একটু তার প্রতি বিরক্ত হয়..কিন্তু তার মেয়ে খুশি হয়।
        ইফতারির পর মামা তাকে ফোন দিয়ে তার এই কাহিনীর কথা আবার বলে..তখন সে জানতে চায় কোথায় আবার লেখা হয়েছে..আমি এই ব্লগের কথা বলি..সে জানতে চায় বাংলায় লেখা হয়েছে কিনা..এবং ব্লগের ঠিকানা জানতে চায়...

        জবাব দিন
        • মুহাম্মদ (৯৯-০৫)

          অতি আনন্দের সংবাদ। আমি একান্তভাবে চাই, আতিউর রহমান এই ব্লগের খবর পান। আপনি ঠিকানা দিয়ে দেন।
          আমার ইচ্ছা ছিল, আতিউর রহমান ক্যাডেট কলেজের কারণে দেশের অর্থনীতেতে কতটা চাপ পড়ে এবং ক্যাডেট কলেজ থেকে কতটা আউটপুট বেরিয়ে আসে তা নিয়ে লিখুন। অনেকেউ তো আজকাল এ নিয়ে প্রশ্ন তুলছেন।

          জবাব দিন
  1. জিহাদ (৯৯-০৫)

    মানুষটা সম্পর্কে প্রথম যেদিন কলেজে শুনেছিলাম সেদিন শ্রদ্ধায় মাথা নুয়ে এসেছিল। আমার সবচে যে ব্যাপারটি ভাল লাগে যাদের জন্য তিনি এত দুর উঠে এসেছেন সেইসব মানুষগুলোর জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। কখনো তাদেরকে ভুলে যাননি।

    আতিউর রহমানের প্রতি শ্রদ্ধা। তার জীবন সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের অন্তত একজনেরও যদি বোধদয় হয়ে সেটাও হবে অনেক বড় কিছু।

    পোস্টটার জন্য মুহাম্মদকে অনেক থ্যাংকস। মুক্তমনা, সচলায়তনের পাশাপাশি এখানেও এরকম কিছু পোস্ট দেবার চেষ্টা কইরো। আর তোমার জনগণের বাজেট এর কথা ম্যালা দিন পড়ে মনে পড়ে গেল 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অর্থনীতিবিদদের নামকা ওয়াস্তে কমিটিতে রেখে বাজেট যদি মন্ত্রী-এমপি'রা বানায় তাইলে জীবনেও জনগণের বাজেট পাওয়া যাবে না।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. সাব্বির (৯৫-০১)

    আসলেই বাজেট সম্পর্কে কিছুই জানি না 🙁
    "জনগণের বাজেট" পুস্তক খানা পড়তে ইচ্ছা করতাছে। কারো কাছে সফট কপি থাকলে লিঙ্ক দিও।
    মুহাম্মদ, তোমার লেখা অতি উন্নত এবং সমৃদ্ধশালী।

    জবাব দিন
  4. এহসান (৮৯-৯৫)
    এগুলো বলা বা পড়া আসল কথা না। এগুলো নিয়ে চিন্তা করাটাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। ক্যাডেট হিসেবে আমাদের দায়িত্ব আরও বেশী। কারণ আমরা এমন এক স্থানে পড়াশোনা করেছি যা জনগণের অর্থে চলত। যে প্রান্তজনেরা আমাদের ম্যাট্টিক-ইন্টারে ভাল রেজাল্ট করিয়েছে, যারা আমাদেরকে ৬টা স্বর্ণালী বছর উপহার দিয়েছে তাদের কি কিছুই দেবো না? আমি না, ধরুন, আতিউর রহমানই আমাদের সবাইকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। এবার আমাদের জবাব দেয়ার পালা।

    :thumbup:

    জবাব দিন
  5. মুহাম্মদ,

    আতিউর রহমানের উপরে ইংরেজি উইকিতে ভুক্তি থাকলেও বাংলা উইকিতে নাই। তুমি বাংলা উইকিতে এই বিষয়ে ভুক্তিটা শুরু করে দিতে পারো। আর উনার কোনো ছবি কেউ তুলে থাকলে সেটাকে যোগাড় করা ও কমন্সে যোগ করতে পারো।

    --

    রাগিব

    জবাব দিন
  6. মেহবুবা (৯৯-০৫)
    যারা আমাদেরকে ৬টা স্বর্ণালী বছর উপহার দিয়েছে তাদের কি কিছুই দেবো না

    মুহাম্মাদ,
    তোমার লেখাটা পড়ে অনেক নতুন জিনিস জানলাম।তোমাকে আনেক ধন্যবাদ এমন এক টা লেখার জন্য।
    আমাদের আনেক দায়িত্ব ......।।
    খুব ভালো লাগল।

    জবাব দিন

মওন্তব্য করুন : মঞ্জুর

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।