৮১তম অস্কারের মনোনয়ন

অবশেষে ৮১তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তথৈবচ মনোনয়ন। সবাই যা ধারণা করছিল সেরকমই। কোন চমক নেই। জনপ্রিয় ও আলোচিত সিনেমাগুলোকেই কমার্শিয়াল একাডেমি পুরস্কৃত করে। স্বাধীন ও লো বাজেটের সিনেমা সেখানে কোন পাত্তাই পায় না। এই প্রথম অস্কারের দিকে নজর রাখছি। বাফটা অ্যাওয়ার্ডে অনেক চমক ছিল। এটাতে কোন চমকই নেই। যা ভেবেছিলাম তা-ই হয়েছে, যা চেয়েছিলাম তার কিছুই হয়নি। দুঃখের সাথে তাই মনোনীত মহান (!?) সিনেমাগুলোর নাম দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছামত ভোটাভোটি করেন।
আমি বলছি না যে, মনোনীত সিনেমাগুলো সব খারাপ। আমার দুঃখ ডার্ক নাইটের কারণে। প্রিয় এই সিনেমাকে একেবারে অবজ্ঞা করা হয়েছে। আমার মনে হয়েছে ডার্ক নাইটকে বাদ দিয়ে স্লামডগ মিলিয়নারকে উঠিয়ে দেয়া হয়েছে। ডার্ক নাইটের দুঃখে তাই এন্টি-স্লামডগ গ্রুপের সদস্য হলাম। এখন থেকে এন্টি-স্লামডগ ক্যাম্পেইন করব। আমার কিচ্ছু করার নেই। ডার্ক নাইটকে অবজ্ঞা করে স্লামডগকে কোলে তুলে নাচার জন্য একাডেমির ব্যান চাই।

সেরা অভিনেতা

  • Richard Jenkins – “The Visitor”
  • Frank Langella – “Frost/Nixon”
  • Sean Penn – “Milk”
  • Brad Pitt – “The Curious Case of Benjamin Button”
  • Mickey Rourke – “The Wrestler”

সেরা পার্শ্ব অভিনেতা

  • Josh Brolin – “Milk”
  • Robert Downey Jr. – “Tropic Thunder”
  • Philip Seymour Hoffman – “Doubt”
  • Heath Ledger – “The Dark Knight”
  • Michael Shannon – “Revolutionary Road”

সেরা অভিনেত্রী

  • Anne Hathaway – “Rachel Getting Married”
  • Angelina Jolie – “Changeling”
  • Melissa Leo – “Frozen River”
  • Meryl Streep – “Doubt”
  • Kate Winslet – “The Reader”

সেরা পার্শ্ব অভিনেত্রী

  • Amy Adams – “Doubt”
  • Penélope Cruz – “Vicky Cristina Barcelona”
  • Viola Davis – “Doubt”
  • Taraji P. Henson – “The Curious Case of Benjamin Button”
  • Marisa Tomei – “The Wrestler”

সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেশন চিত্র

  • “Bolt” – Chris Williams এবং Byron Howard
  • “Kung Fu Panda” – John Stevenson এবং Mark Osborne
  • “WALL-E” – Andrew Stanton

অর্জন – শিল্প নির্দেশনা (art direction)

  • “Changeling” – James J. Murakami
  • “The Curious Case of Benjamin Button” – Donald Graham Burt
  • “The Dark Knight” – Nathan Crowley
  • “The Duchess” – Michael Carlin
  • “Revolutionary Road” – Kristi Zea

অর্জন – চিত্রগ্রহণ (cinematography)

  • “Changeling” – Tom Stern
  • “The Curious Case of Benjamin Button” – Claudio Miranda
  • “The Dark Knight” – Wally Pfister
  • “The Reader” – Chris Menges and Roger Deakins
  • “Slumdog Millionaire” – Anthony Dod Mantle

অর্জন – পোশাক সজ্জা (costume design)

  • “Australia” – Catherine Martin
  • “The Curious Case of Benjamin Button” – Jacqueline West
  • “The Duchess” – Michael O’Connor
  • “Milk” – Danny Glicker
  • “Revolutionary Road” – Albert Wolsky

সেরা পরিচালক

  • “The Curious Case of Benjamin Button” – David Fincher
  • “Frost/Nixon” – Ron Howard
  • “Milk” – Gus Van Sant
  • “The Reader” – Stephen Daldry
  • “Slumdog Millionaire” – Danny Boyle

সেরা প্রামাণ্য চিত্র

  • “The Betrayal (Nerakhoon)” – Ellen Kuras এবং Thavisouk Phrasavath
  • “Encounters at the End of the World” – Werner Herzog এবং Henry Kaiser
  • “The Garden” – Scott Hamilton Kennedy
  • “Man on Wire” – James Marsh এবং Simon Chinn
  • “Trouble the Water” – Tia Lessin এবং Carl Deal

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র

  • “The Conscience of Nhem En” – Steven Okazaki
  • “The Final Inch” – Irene Taylor Brodsky এবং Tom Grant
  • “Smile Pinki” – Megan Mylan
  • “The Witness – Adam Pertofsky এবং Margaret Hyde

অর্জন – চলচ্চিত্র সম্পাদনা (editing)

  • “The Curious Case of Benjamin Button” – Kirk Baxter and Angus Wall
  • “The Dark Knight” – Lee Smith
  • “Frost/Nixon” – Mike Hill and Dan Hanley
  • “Milk” – Elliot Graham
  • “Slumdog Millionaire” – Chris Dickens

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র

  • “The Baader Meinhof Complex”, জার্মানি – জার্মান
  • “The Class” , ফ্রান্স – ফরাসি
  • “Departures”, জাপান – জাপানি
  • “Revanche”, অস্ট্রিয়া – জার্মান
  • “Waltz with Bashir”, ইসরায়েল – হিব্রু

অর্জন – অঙ্গসজ্জা (makeup)

  • “The Curious Case of Benjamin Button” – Greg Cannom
  • “The Dark Knight” – John Caglione, Jr. and Conor O’Sullivan
  • “Hellboy II: The Golden Army” – Mike Elizalde and Thom Floutz

অর্জন – মৌলিক সুর

  • “The Curious Case of Benjamin Button” – Alexandre Desplat
  • “Defiance” – James Newton Howard
  • “Milk” – Danny Elfman
  • “Slumdog Millionaire” – A.R. Rahman
  • “WALL-E” – Thomas Newman

অর্জন – মৌলিক সঙ্গীত

  • “Down to Earth” – “WALL-E” – Peter Gabriel and Thomas Newman, গীতিকার – Peter Gabriel
  • “Jai Ho” – “Slumdog Millionaire” – A.R. Rahman, গীতিকার – Gulzar
  • “O Saya” – “Slumdog Millionaire” – A.R. Rahman এবং Maya Arulpragasam

সেরা চলচ্চিত্র

  • “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.) – Kathleen Kennedy, Frank Marshall এবং Ceán Chaffin
  • “Frost/Nixon” (Universal) – Brian Grazer, Ron Howard এবং Eric Fellner
  • “Milk” (Focus Features) – Dan Jinks এবং Bruce Cohen
  • “The Reader” (The Weinstein Company)
  • “Slumdog Millionaire” (Fox Searchlight) – Christian Colson

সেরা স্বল্পদৈর্ঘ্য এনিমেশন চিত্র

  • “La Maison en Petits Cubes” – Kunio Kato
  • “Lavatory – Lovestory” – Konstantin Bronzit
  • “Oktapodi” – Emud Mokhberi এবং Thierry Marchand
  • “Presto” – Doug Sweetland
  • “This Way Up” – Alan Smith এবং Adam Foulkes

সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

  • “Auf der Strecke (On the Line)” – Reto Caffi
  • “Manon on the Asphalt” – Elizabeth Marre এবং Olivier Pont
  • “New Boy” – Steph Green এবং Tamara Anghie
  • “The Pig” – Tivi Magnusson এবং Dorte Høgh
  • “Spielzeugland (Toyland)” – Jochen Alexander Freydank

অর্জন – শব্দ সম্পাদনা (sound editing)

  • “The Dark Knight” – Richard King
  • “Iron Man” – Frank Eulner এবং Christopher Boyes
  • “Slumdog Millionaire” – Tom Sayers
  • “WALL-E” – Ben Burtt এবং Matthew Wood
  • “Wanted” – Wylie Stateman

অর্জন – শব্দ সমন্বয় (sound mixing)

  • “The Curious Case of Benjamin Button” – David Parker, Michael Semanick, Ren Klyce এবং Mark Weingarten
  • “The Dark Knight” – Lora Hirschberg, Gary Rizzo এবং Ed Novick
  • “Slumdog Millionaire” – Ian Tapp, Richard Pryke এবং Resul Pookutty
  • “WALL-E” – Tom Myers, Michael Semanick এবং Ben Burtt
  • “Wanted” – Chris Jenkins, Frank A. Montaño এবং Petr Forejt

অর্জন – ভিজুয়াল ইফেক্ট

  • “The Curious Case of Benjamin Button” – Eric Barba, Steve Preeg, Burt Dalton এবং Craig Barron
  • “The Dark Knight” – Nick Davis, Chris Corbould, Tim Webber এবং Paul Franklin
  • “Iron Man” – John Nelson, Ben Snow, Dan Sudick এবং Shane Mahan

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

  • “The Curious Case of Benjamin Button” – Eric Roth
  • “Doubt” – John Patrick Shanley
  • “Frost/Nixon” – Peter Morgan
  • “The Reader” – David Hare
  • “Slumdog Millionaire” – Simon Beaufoy

সেরা মৌলিক চিত্রনাট্য

  • “Frozen River” – Courtney Hunt
  • “Happy-Go-Lucky” – Mike Leigh
  • “In Bruges” – Martin McDonagh
  • “Milk” – Dustin Lance Black
  • “WALL-E” – Andrew Stanton, Jim Reardon

সব শেষ। এখন আমি আবার স্লামডগের কুৎসা রটাই। ডার্ক নাইট সুপারহিরো বলে নাকি অস্কার মনোনয়ন দেয় নাই। আমি বলি কি জানেন? আমি বলি, স্লামডগও সুপারহিরো সিনেমা। অন্তরের খেদ থেকে…
মূল তালিকা: Nominees for the 81st Academy Awards – একাডেমি
উইকিপিডিয়াতে: 81st Academy Awards nominees and winners

সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রাপ্ত সিনেমা

১৩টি – দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
১০টি – স্লামডগ মিলিয়নার
৮টি – দ্য ডার্ক নাইট, মিল্ক
৬টি – ওয়াল-ই
৫টি – ডাউট, ফ্রস্ট/নিক্সন, দ্য রিডার
৩টি – চ্যাঞ্জেলিং, রিভলিউশনারি রোড
২টি – দ্য ডাচেস, ফ্রোজেন রিভার, ওয়ান্টেড, দ্য রেসলার, আয়রন ম্যান

৪,৫০৮ বার দেখা হয়েছে

৪৯ টি মন্তব্য : “৮১তম অস্কারের মনোনয়ন”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এ আর রহমানের সামনে দারুন সুযোগ এসে গেলো।
    দুইটা ক্যাটেগরি, বেস্ট সাউন্ড স্কোর আর বেস্ট অরিজিন্যাল সং 🙂
    একটা না একটা পাবেই 🙂
    ফিল্মগুলো দেখার সুযোগ পাচ্ছিনা :bash: :bash:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    অনেকদিন সিনেমা দেখা হয়না...আর অতশত ভালোও বুঝিনা...
    তবে এ আর রহমান একটা অস্কার পাইলে আসলেই খুশি হব...

    হো যা রাঙ্গিলা রে :tuski: :awesome: :tuski:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    মুহাম্মদ, বরাবরের মতই তথ্য বহুল ...
    প্রিয়তে রাখলাম সময় সুযোগ মত পরে সংশ্লিষ্ট মুভি গুলো কালেক্ট করব।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. এহসান (৮৯-৯৫)

    নমিনেশন

    The Curious Case of Benjamin Button বেশীরভাগ পুরস্কার জিতবে। Revolutionary Road এর এক পাগলের কথা বলেছিলাম। অই ব্যাটা দেখি নমিনেশন পেয়ে গেছে। সাম ম্যান্ডেস নমিনেশন পায় নাই। 🙁

    কেট উইন্সলেট পেলো The Reader এর জন্য যদিও গোল্ডেন গ্লোবে এর জন্য পার্শ্ব অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছিলো।

    কেট... The Reader

    জবাব দিন
  5. স্লামডগ মিলিওনিয়ারের প্লটটাই তো মেলোড্রামাটিক-বস্তির এক ছেলের ইংরেজী উচ্চারণ এত ভাল হয় কিভাবে?আর ফাইনাল প্রশ্ন কিভাবে থ্রি মাস্কেটিয়ার্সের একজনের নামের মত সহজ প্রশ্ন হয়?বাস্তবতার সাথে না মিলিয়ে আশাবাদী মেলোড্রামা হিসেবে(ছবিটির ভাল দিকগুলোকে খাটো না করেই বলছি) এটি দেখলেই আমার মতে ভাল হবে।সে হিসেবে ডার্ক নাইট নামের "সুপারহিরো" মুভিকে ভাল ও মন্দের চিরাচরিত লড়াইয়ের রূপক হিসেবে বেছে নিয়ে মনোনয়ন দিলে মহাভারত খুব একটা অশুদ্ধ হয়ে যেতনা বলেই আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়।

    খুব দুঃখ পেলাম ডার্ক নাইট মনোনয়ন না পাওয়ায়।

    জবাব দিন
  6. এহসান (৮৯-৯৫)

    আগের মন্তব্যটাতে ভুলে অন্য ছবি চলে গেছে।(Frost/Nixon) যাই হোক বাফটা ব্রিটিশ সিনেমারে বেশী দাম দিবে স্বাভাবিক। তাই কেট উইন্সলেট আর স্লামডগ বেশী দাম পাচ্ছে। স্লামডগ ১১ নমিনেশন পাইসে, জিতবে মিনিমাম ৭/৮টা.

    স্লামডগ মিলিওনেয়ার

    জবাব দিন
  7. কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন অসাধারণ লেগেছে।প্লট যেমন ব্যতিক্রম তেমনি অসাধারণ বৃদ্ধ হয়ে জন্ম নিয়ে ক্রমাগত তরুণ হতে থাকা এক অদ্ভুত মানুষের ভূমিকায় ব্র্যাড পিটের দুর্দান্ত অভিনয়।বেস্ট পিকচার এওয়ার্ডে আমার বাজির ঘোড়া এটাই 🙂

    জবাব দিন
  8. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    আমার কাছে স্লামডগ ভালো লাগছে,
    ১. আমি রহমান ভাইর ডাই হার্ড ফ্যান 😀
    ২. সিনেমায় ইন্ডিয়াকে হালকা পচানি দিছে 😉
    ৩. 8 mile , Persuilte of Happiness এর মত Inspirational সিনেমা

    জয়হো স্লামডগ ..........
    জয়হো এ আর রহমান

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    আমার কাছেও স্লামডগ ভালো লাগছে, বিশেষ করে পিচ্চি জামালকে, মুভির ওর অংশটা আমি বারবার রিপিট কইরা দেখি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. মুহাম্মদ (৯৯-০৫)

    স্লামডগ মিলিয়নার সেরা চিত্র এবং এবং সেরা পরিচালক এর অস্কার পেলে বিস্মিত হব না। কারণ স্লামডগ প্রায় টাইটানিকের সমতুল্য। টাইটানিক পেতে পারলে স্লামডগ পারবে না কেন? অবশ্যই পারবে।
    ডার্ক নাইটকে দেয়নি কেন সেটা তারাই ভাল জানে। আমি স্লামডগের চেয়ে এটাকে প্রেফার করেছিলাম পরিচালক দেখে। ড্যানি বয়েল জীবনে তেমন ভাল কোন সিনেমাই করেনি। কিন্তু ক্রিস্টোফার নোলান যা করেছে তার সবই অসাধারণ। আমি নোলানের মোটামোটি ভক্ত।

    জবাব দিন
  11. ১.
    ধুর! স্লামডগ এতোগুলি নমিনেশন পাওয়ায় আমিও খুব হতাশ। এর চেয়ে ভুরি ভুরি ভালো ছবি ভারতেই হয় প্রতি বছর। বেশি দুরের কথা না, 'তারে জামিন পার' ই এরচেয়ে অনেক ভালো ছবি।
    আমার কাছে স্লামডগ কে সাধারন বানিজ্যিক ছবির চেয়ে বেশি কিছু মনে হয় নাই, শুধু জামাল মালিকের ছোটবেলার চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে তার অভিনয় ছাড়া। ওই ছেলেটা সত্যি অনবদ্য।
    ২.
    হিথ লেজার কে 'দ্য ডার্ক নাইটে' পার্শ্ব অভিনেতা বলতে আমার এখনো ঘোরতর আপত্তি আছে। 'দ্য ডার্ক নাইটে প্রধান দুইটা চরিত্রের একটা হলো জোকার (হিথ লেজার)। সেরা পার্শ্ব অভিনেতা- এ মনোনয়নো তাই পছন্দ হয় নায়।
    ৩.
    এ আর রেহমান এর চেয়ে ভালো মিউজিক অনেক হিন্দী সিনেমাতেই করেছে। শুধু এবার একটা ব্রিটিশ ছবিতে করেছে বলেই নমিনেশন পেলো। নইলে স্লামডগের মিউজিক কি এমন আহামরি !!
    ৪.
    The Curious Case of Benjamin Button বেশীরভাগ পুরস্কার জিতবে বলে আমারো মনে হচ্ছে। তবে গতকাল এক বন্ধু'র কাছ থেকে শুনলাম (কারন আমি এখো দেখিনি ) 'মিল্ক' ছবি এবং শন পেনের অভিনয় দুটোই নাকি খুব ভালো।

    জবাব দিন
    • হিথ লেজারকে পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এহেন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি(আমিও রাজনীতি করপো :(( )। আমি কিন্তু মন থেকে কথা গুলা বলছি।

      জবাব দিন
    • রকিব (০১-০৭)
      হিথ লেজার কে ‘দ্য ডার্ক নাইটে’ পার্শ্ব অভিনেতা বলতে আমার এখনো ঘোরতর আপত্তি আছে। ‘দ্য ডার্ক নাইটে প্রধান দুইটা চরিত্রের একটা হলো জোকার (হিথ লেজার)। সেরা পার্শ্ব অভিনেতা- এ মনোনয়নো তাই পছন্দ হয় নায়।

      সহমত


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  12. এহসান (৮৯-৯৫)
    এ আর রেহমান এর চেয়ে ভালো মিউজিক অনেক হিন্দী সিনেমাতেই করেছে। শুধু এবার একটা ব্রিটিশ ছবিতে করেছে বলেই নমিনেশন পেলো। নইলে স্লামডগের মিউজিক কি এমন আহামরি !!

    সহমত। :thumbup: :thumbup: :thumbup:

    কিন্তু আমিও

    স্লামডগ মিলিয়নার সেরা চিত্র এবং এবং সেরা পরিচালক এর অস্কার পেলে বিস্মিত হব না।

    একমত

    কারণ স্লামডগ প্রায় টাইটানিকের সমতুল্য।

    একদম মানিনা। একটু বেশী হয়ে গেলো না!!!!!!!

    জবাব দিন
  13. রায়হান আবীর (৯৯-০৫)

    দ্য রিডার দেখলাম। আমি মুগ্ধ বললে কম বলা হবে। দারুন কাহিনী, দারুন অভিনয়।

    এরচেয়েও বস, কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। কয়েকদিন ধরে মারাত্মক সব সিনেমা অবলোকন করলাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান সুমন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।