ওয়ালপেপার

কলেজে নিজেরা ওয়ালপেপার বানিয়ে নিজেরাই অবাক হয়ে যেতাম। আমাদের এই ব্লগটি নতুন মোড়কে আসতে যাচ্ছে। তাই সাদাসিধের মধ্যে আকর্ষণীয় হতে হবে এটিকে। সবাই মতামত দিন কোথায় কি থাকবে।

এই ছবিটির কোথায় কি কি থাকতে পারে তা বলে দিচ্ছি। তাহলে সুবিধা হবে। শুধু এই নামগুলোর ক্যাডেটীয় নাম খুঁজে বের করতে হবে আপনাদেরকে। শুরু করছি।
উল্লেখ্য, লগইন করার পর ব্লগের পাতাটা কেমন দেখাবে তা-ই বলছি। কমা দিয়ে আলাদা করা ট্যাগগুলো সিরিয়াল অনুযায়ীই আসবে।

Main links: প্রধান পাতা, ব্লগ লিখুন, খবরাখবর, ফোরাম, গালারি, চ্যাটরুম, ইউজার নেইম (লগ আউট)

Sidebar 1: Bangla problem?, ক্যালেন্ডার, সাইটের গুরুত্বপূর্ণ পাতাসমূহের লিংক, ইউজারের কন্ট্রোল প্যানেলের লিংকসমূহ, অনলাইনে আছেন যারা, অনলাইনে সর্বাধিক সদস্য, পোল

Sidebar 2: সার্চ বার, গুঁতোগুতির শীর্ষে থাকা ব্লগ, ব্লগ বা এক্স-ক্যাডেটদের সাম্প্রতিক খবর, আসন্ন জন্মদিন, সাম্প্রতিক মন্তব্য

এই তালিকায় কয়েকটি বিষয়ে আরও বিস্তারিত বলছি:
সাইটের গুরুত্বপূর্ণ পাতাসমূহের লিংক – আমাদের কথা, নীতিমালা, বিভাগসমূহ, সাহায্য, জিজ্ঞাস্য, যোগাযোগ
ইউজারের কন্ট্রোল প্যানেলের লিংকসমূহ – লেখালেখি করুন, আমার ব্লগ, আমার প্রোফাইল, আমার ইনবক্স, আমার গ্যালারি, সদস্য তালিকা, লগ আউট

৪,৩৭৩ বার দেখা হয়েছে

৫০ টি মন্তব্য : “ওয়ালপেপার”

  1. মুহাম্মদ,তুমি অন্য আরেকটা পোস্ট এ মন্তব্য করসো যে সাইট টা যেন সাদামাটা হয়।এখন সাদামাটা বলতে ঠিক কেমন সাদামাটা হবে সেটা আমার ঠিক ক্লিয়ার না। সাইট টা একটু যদি কালারফুল হয় আমি তাতে কোন প্রবলেম দেখিনা।ছিমছাম মানেই যে সাদামাটা কোন ধরণের গ্রাফিক্স এর কাজ ছাড়া হতে হবে এটাও আমার ঠিক ভাল লাগেনা।সচলায়তন সাইট হিসেবে অসাধারণ কোন সন্দেহ নাই।তবে আমার মনে হয় আউট লুক টা আরেকটু আকর্ষনীয় করলে ভাল হত।কেমন জানি মরা মরা লাগে।কাজেই আমার মনে হয় সাদামাটা মানে একেবারে সাদা পেজ এর মত করাও মনে হয় ভাল হবেনা। আর নাজমুল ভাইয়ের সাইট টাই দেখ উনার সাইটে তিনি খুব বেশি কাজ করছেন তেমন কিন্তু বাট অনেক ছিম ছাম এবং সিম্পলি জোস।আমিও তেমন কিছু করার ই পক্ষপাতী।
    এখন দেখি বাকি সবাই কি বলে।

    জবাব দিন
  2. আমার মনে হয়...সাইটের ডিজাইন এর ব্যাপারে নানা মুনির মত না নিয়ে ডিজাইনারের হাতে ছেড়ে দেওয়াই ভাল।আর এটা তো সহজ কথা..একদম মরাও না..আবার বেশি ঝাকানাকাও না..মডারেট ডিজাইনই সবাই চায়।আমরা বরং কনটেন্টগুলা নিয়া আলোচনা করি।কি বলেন সবাই?

    জবাব দিন
  3. 🙁
    জিহাদের কথা শুইনা মনে দুস্ক পাইলাম। সচলায়তনের ডিজাইনটা এই সাইটের লেখার কন্টেন্ট আর অন্যসব আয়োজনের সাথে পুরো মাত্রায় পার্ফেক্ট বলে মনে করি। এটার পরিচয় অনলাইন লেখক কম্যুনিটি। মূলত লেখাই যেখানে উদ্দেশ্য। এ কারণেই ওখানে সাইটের রঙ্গচঙে লুক না দিয়ে ডিসেন্ট লুক দেয়া হয়েছে।
    ব্যানার বদল আর নিয়মিত রং/সাজ পরিবর্তনের ইউনিক আইডিয়ার পরেও সচলায়তনের লুকটারে মরা লাগলে তো বেশ চিন্তার বিষয়!

    জবাব দিন
  4. কনফু ভাই, মনে দুস্ক পাইলে সরি 🙁
    হয়তোবা এইটা আমার বয়সের দোষ।এই বয়সে আরেকটু রঙ চং চোখে না পড়লে কেমন জানি লাগে। তবে সচলায়তন এর ব্যানার চেঞ্জ এর ব্যাপারটা আসলেই জোস।i like it.

    জবাব দিন
  5. আমি কিন্তু প্রথম পেজে ক্যালেন্ডারটা চাই। কোন দিন কোন লেখা আসল ঐ হিসেবে পড়তে চাই সেজন্য ওইটা দরকার। এই ব্লগের ক্যালেন্ডারটা কই গেল।

    জবাব দিন
  6. ক্যালেন্ডার তো মাস্ট। ভুলে ওইটা চলে গেছে। দিয়ে দিচ্ছি।

    ওপরে ডিজাইনের একটা ছবি দিয়েছি। মোটামুটি এইরকম হতে পারে।
    Hedaer
    Main links
    Sidebar 1
    Sidebar 2

    এগুলো কেমন হবে বলুন। ছবিতে কোন পরিবর্তন আনতে হলেও বলুন।

    জবাব দিন
  7. আচ্ছা আমি শুরু করি... প্রথম কথা হল, ব্লগ সাইট হিসেবে নাজ ভাইয়ের টা ঠিক যায়না। পারসোনাল সাইট হিসেবে জোশ। আমাদেরটা ব্লগ এবং লেখালেখিটাই মূল উদ্দেশ্য। এবং এই ক্ষেত্রে সচলায়তের উপর কিছু নাই। এমনকি সামহোয়ার ও ভাল না।
    ১. হেডার ইমেজ যা আছে তাই থাকুক। তবে স্মৃতিময় ক্যাডেট কলেজ লেখাটা বাকা না করে সোজা করা যেতে পারে।
    ২. বিভাগটা খুবি গুরুত্বপূর্ণ। এবং আরও বড় কথা হল এইটা প্রধান পাতায় রাখা যাবেনা। রাখতে হবে আলাদা একটা পাতায় যেই পাতার লিঙ্কটা main link এ।
    ৩. আর সব সচলায়তনের মতো থাকুক...

    আমি আসলে সচলায়তন নিয়া বায়াসড আছি। ওইটা ছাড়া কিছু ভাল লাগেনা। অন্য কারও মতামত থাকলে দেন।
    ৪. নামগুলা সব কলেজীয় দেয়া হবে...যেখানে আলোচনা হবে সেটা ধরেন স্টাফ লাউঞ্জ...এই রকম আরকি...

    জবাব দিন
  8. কলেজীয় নাম কোনটার কি দেয়া যায় সেটা এখান থেকেই ঠিক করা স্টার্ট করা উচিত।রায়হান একটা অলরেডী দিয়ে ফেলসে।
    এরকম রিলেটেড যে সব কিছু মাথায় আসে সেসব আইডিয়া দেয়া স্টার্ট করেন।

    জবাব দিন
  9. *সবাই তো হেডার উপরে দেয়, আমরা যদি হেডার বারটা, মানে মেইন লিঙ্কগুলা বামে ভার্টিকালি প্লেস করি তাহলে কেমন হয়? আর আমার মনে হয় হেডার ইমেজটা পরিবর্তন করার সময় এসেছে। সে ক্ষেত্রে উৎসাহীরা ইমেজ বানায় আপলোড করলে আমরা পোলের মধ্যমে যেতে পারি।
    *আর আমিও কিন্তু মনে করি simplicity is best. যেহেতু লেখার পাতা সুতরাং রঙের আধিক্য কম থাকলে পড়তে সুবিধা হবে, তবে not necessary যে সাদা হতে হবে।

    জবাব দিন
  10. হেডার ইমেজ বেশি হলে আমি কোন সমস্যা দেখিনা।বরং সেটা আরো ভাল হয়।তাইলে কিছু দিন পর পর ই চেঞ্জ করে করে দেয়া যেতে পারে।
    আর রংগের আধিক্য আসলেই কাম্য নয়।তবে একেবারেই ব্যবহার করা যাবেনা আমি সে ব্যাপারেই কিছুটা আপত্তি করেছিলাম।

    জবাব দিন
  11. বিভাগ তো ক্যাটাগরি। ঐটা তো আর ঠিক করতে হবেনা।
    নাম ঠিক করতে হবে যেগুলো তার কিছু উদাহরণ দেই...
    ১. ফোরাম (স্টাফ লাউঞ্জ)
    ২. প্রধান পাতা।
    ৩. গ্যালারি
    ৪. অনলাইনে আছেনা যারা
    ৫. আর্কাইভ বা পুরোনো যত লেখা।
    লাব ল্যাব ল্যাব...

    জবাব দিন
  12. চ্যাট রুম থাকবে ইনশাল্লাহ।

    একটা কথা সবার সাথে শেয়ার না করে পারছিনা।আজকে প্রথম বারের মত আমাদের ব্লগে টোটাল হিট এক হাজার ছাড়িয়ে গেছে। আজ এখনো পর্যন্ত এই ব্লগ ভিজিট হয়েছে ১০০৫ বার। এর মধ্যে সাইনড ইন মেম্বারদের ভিজিট হিসেবে ধরা হয়না।সামনে সারা রাত তো পড়েই আছে...

    আর সবার প্রতি একটা অনুরোধ।এখনতো ডিজুস এ এস এম এস ফ্রি চলছে।যারা ডিজুস ইউজার আছি তারা যেন এই ব্লগটার এড্রেস যত ক্যাডেট ফ্রেন্ড আছে সবাইকে এস এম এস করে পাস করে দেই।আই ইউ টির আমরা কয়েকজন অলরেডি এই কাজটা করে ফেলেছি।আশা করি অন্যরাও করবেন।

    জবাব দিন
  13. একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সাইডবার ও মন্তব্যের ফন্ট বড় হয়ে গেছে। কিভাবে এটা হলো আমরা কেউ জানি না। সম্ভবত ওয়ার্ডপ্রেস প্রশাসন থেকে করা হয়েছে।

    সব দিক থেকে ভাল হলেও বামের ক্যালেন্ডারটা অতিরিক্ত বড় হয়ে পোস্টের ভিতরে ঢুকে পড়ছে। এজন্যেই আপাতত সেটা সরিয়ে দেয়া হয়েছে। কয়েকদিন সবুর করুন। নতুন সাইট তো অচিরেই পাচ্ছি।

    জবাব দিন
  14. সম্পাদনার জন্যে দেওয়া সেটাকে আমরা বলতে পারি ফল ইনে দাড়ান।
    স্টাফ লাউঞ্জকে আমরা গীবতখানা বলতাম। কিন্তু সেটা কাজ হবেনা। স্টাফ লাউঞ্জ ই থাক।
    বাংলায় প্রবলেম কে আমরা সিক রিপোর্ট বলতে পারি। কিংবা সাহায্য কেও। প্রধান পাতা , সচলায়তন থেকে ধার করা নীড়পাতাতেই ভাল হবে বলে আমার ধারণা। ওয়েব এডমিন কে আমরা বলতে পারি এডজুট্যান্ট কিংবা কলেজ প্রিফেক্ট। আর মডারেটর দের বলতে পারি প্রিফেক্ট। নীতিমালা যদি থাকে তাহলে বলতে পারি রেডবুক। আরো কিছু মনে আসলে পরে বলতেছি।

    জবাব দিন
  15. কামরুল ভাই, জোস...

    আমার একটা চিন্তা মাথায় আসছে।
    চ্যাট রুম এর নাম থার্ড প্রেপ দেয়া যেতে পারে।কারণ থার্ড প্রেপে পড়া যতনা হত তার চে গ্যাজানোই বেশি হত।

    আরো সাজেশন চাই।

    জবাব দিন
  16. চ্যাট রুম সম্বন্ধে আমার চিন্তা ছিল কোয়ায়েট আওয়ার দেওয়া। ঐ সময় তো আড্ডা মারা যাইত। অবশ্য থার্ড প্রেপ ও জোস। আর একটা কি করা যায়না ঐ যে লগ ইন আর লগ আউট থাকে সেগুলার ক্ষেত্রে লগ আউট এর জন্য লাইটস অফ, আর লগ ইন এর সময় রিসেস না কি একটা ছিলা না সকাল বেলা দিতে হইত যে ডিউটি ক্যাডেট কে?

    জবাব দিন
  17. লগ আউট হিসেবে লাইটস অফ টা আমার হেভী পছন্দ হইসে।
    লগ ইন এর জন্য ভেবে চিন্তে কিছু একটা বের করেন।

    নীতিমালা= রেড বুক
    ফোরাম=স্টাফ লাউঞ্জ
    এডমিন=এডজুটেন্ট
    মডারেটর=প্রিফেক্টস
    ফ্রন্ট পেজ =নীড় পাতাই ভাল লাগতেসে।যদি আর কারো মাথায় কিছু আসে তাহলে জানান।
    চ্যাট রুম টা থার্ড প্রেপ দেয়া যায়।আর কারো কোন সাজেশন থাকলে বলে ফেলেন।

    জবাব দিন
  18. মূল পোস্টটাতে কয়েকটা জিনিস নতুন যুক্ত করেছি। কি কি নামের ক্যাডেটীয় সংস্করণ বের করতে হবে তার একটা তালিকা দাড় করানো গেছে। লিস্ট দেখে দেখে শুরু করে দিন। আমি তালিকাটা আবার দেই:

    # প্রধান পাতা
    # খবরাখবর
    # ফোরাম
    # গ্যালারি
    # চ্যাটরুম
    # লগ ইন
    # লগ আউট
    # ক্যালেন্ডার
    # আমাদের কথা
    # নীতিমালা
    # বিভাগসমূহ
    # সাহায্য
    # জিজ্ঞাস্য
    # যোগাযোগ
    # লেখালেখি করুন
    # আমার ব্লগ
    # আমার প্রোফাইল
    # আমার ইনবক্স
    # আমার গ্যালারি
    # সদস্য তালিকা
    # সার্চ বার
    # গুঁতোগুতির শীর্ষে
    # ব্লগ বা এক্স-ক্যাডেটদের সাম্প্রতিক খবর
    # আসন্ন জন্মদিন
    # সাম্প্রতিক মন্তব্য

    জবাব দিন
  19. (posed in other comment, sharing it here)

    muhammad,

    ami site ta already complete kore felechi. Basically apni je vabe chachchen, soyolayotoner motoi korechi but arektu advanced typer. first page e blog ta thakbe, ar er sathe ache forum ar gallery. ek sathe integrated sobkichu. plus sobar alada profile thakbe.

    Design ta asha kori apnader sobar pochondo hobe. Apnara, amar mone hoy, ekhoni ekti Host kine felen, option ghatle
    option bartei thake, sesh ar hoy na. bluehost, 1&1 othoba Dot5hosting, ja paren kine nen.

    Apnara kenar por amar kache settings ta dile ami sekhane website ta upload korte pari, apnara sobai test run kore dekhte paren.

    Lastly, I have developed the Site in English. I don’t have any wish to translate it to bangla, I simply can not manage time for that. However it is very easy to translate it, All I need is some volunteer from you. it will not take 2 days if you try hard. I will guide you all. 3 person will do.

    I can take a screen shot of the site in the meantime and share it with you. but I am not sure how it will look in bangla, In my PC the bangla font looks very small. Any help in this matter, How to configure Firefox?

    Someone told me about adding unijoy.js in the site. Can anyone guide me to that. I am interested to learn how it works.

    জবাব দিন
  20. নাজমুল ভাই,
    প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ।
    আমরা দুয়েক দিনের মধ্যেই হোস্ট কিনে ফেলবো। কেনার পর আপনাকে সেটিং মেইল করে দিবো।
    বাংলা করার জন্য তিন জন জোগাড় করা কোন বিষয়ই না। কামরুল ভাই তো আছেন ই। আমাদের আইইউটিতে আখতার আছে। আর এক জনও পাওয়া যাবে। তাতে অনুবাদের কাজটাও হয়ে যাবে।

    আজীবন স্বাধীনতা পাতায় কনফু ভাই ফন্ট এবং ইউনিজয় সমস্যার সমাধান দিয়েছেন। সেখানে দেখুন।

    আর একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলে ভালো হয়। ইংরেজিতে যেটা করেছেন সেটারই একটা স্ক্রিনশট এই ঠিকানায় পাঠিয়ে দিন:
    hermitage17@yahoo.com

    পরিশেষে আবারও ধন্যবাদ আপনাকে।
    পুনশ্চঃ আমাকে কিন্তু তুমি করে বলবেন। জয়েনই করেছি '৯৯ এ। আপনি তো ৭ ব্যাচ সিনিয়র।

    জবাব দিন

মওন্তব্য করুন : Ishtiaque99CCC

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।