ফারজানার জন্য…

ফারজানার জন্য………..

এমসিসি ক্যাডেট মির্জা আদনান এর আনুরোধে আমি অস্ট্রেলিয়ায় অভিবাসী এক্স- ক্যাডেট দের ই-মেইলে অনুরোধ করি ফারজানাকে আর্থিক সাহায্যের জন্য। এতে বেশ সারা মিলে। প্রাথমিক ভাবে ১,০০০ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ হয়।
তারপর রাজশাহী ক্যাডেট কলেজের আব্দুর কাদেরি (৯ম ব্যাচ, ১৯৭৮ পাস আউট) একটা সুন্দর প্রস্তাব দেয় – একটা সঙ্গীতানুষ্ঠান করবার জন্য। সে ১,০০০ ডলার দেবে এবং ঐ অনুষ্ঠানে গান গাইবে। আর দর্শকরা যা দেবে তাও ফারজানার ফান্ডে যাবে।
জুনের প্রথম সপ্তাহে আমরা মোট ১,৩২,৫৯৬ টাকা ফারজানার বাবার হাতে তুলে দেই। তারপর ব্যস্ততার কারনে বেশ কিছুদিন খোঁজ নিতে পারিনি। আজ ব্লগে ফারজানার মৃত্যূ সংবাদে বেশ খারাপ লাগছে।

তার আত্মার মাগফেরাত কামনা করে পরমেশ্বরের কাছে একটি প্রার্থনা, তাঁকে জান্নাতবাসী করুন।

কামরুজ্জামান
সিডনী
বড়দিন ২০০৯

৯৩০ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “ফারজানার জন্য…”

  1. আদনান (১৯৯৪-২০০০)

    জামান ভাই আপনাকে এখানে দেখে ভালো লাগলো । ফারজানার খবরটা চেইন মেইলে ফারহানা আপু শেয়ার করেছিল । খবরটা শুনে আমি এখন পর্যন্ত কোন মন্তব্য করতে পারিনি । মনটা খুবই খারাপ ছিল ।

    জবাব দিন
  2. আহমদ (৮৮-৯৪)

    মুকুল ভাইয়া,
    ভাল লাগল আপনাকে পেয়ে।
    ক্যাডেটরা ক্যাডেটদের পাশে দাড়ায়, এর চেয়ে সুখের বিষয় আমাদের জন্য আর কি হতে পার?
    ফারজানার জন্য আমাদের সবার দোয়া রইল।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  3. ফারহানা (২০০১-২০০৭)

    ''ক্যাডেটরা ক্যাডেটদের পাশে দাড়ায়, এর চেয়ে সুখের বিষয় আমাদের জন্য আর কি হতে পার?''
    ভাইআ ভালো লাগলো। এটাই আমাদের বিশেষত্ব আমরা সুখে দুঃখে একে অপরের পাশে এসে দাড়াই।
    ফারযানা আমার হাউসের ছিল। ওর এভাবে চলে যাওয়া সত্যিই দুঃখজনক।
    আললাহ তাকে শান্তি দান করুন।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মুকুল ভাই, ব্লগে স্বাগতম... :salute:

    ”ক্যাডেটরা ক্যাডেটদের পাশে দাড়ায়, এর চেয়ে সুখের বিষয় আমাদের জন্য আর কি হতে পার?”

    :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।