নীলপাখি

অলিন্দের খাঁচায় আমার
বাস করে নীলপাখি এক
পালানর উড়ুউড়ু ভাব তার
বানচাল করে দেই বারবার
বলি তাকে এখানেই থাক সোনা
কাউকে তোকে দেখতে দিবো না।

অলিন্দের খাঁচায় আমার
বাস করে নীলপাখি এক
বের হয়ে যেতে চায় বারবার
আমি তার গায়ে হুইস্কি ঢালি
আর সিগারেটের ধোঁয়া মাখাই
আর গণিকা, বারটেন্ডার কিংবা
মুদি দোকানের হিসাব সহকারী
জানতেও পায় না সে এখানে আছে।

অলিন্দের খাঁচায় আমার
বাস করে নীলপাখি এক
পালানর উড়ুউড়ু ভাব তার
বানচাল করে দেই বারবার
ধমক দিয়ে বলি এখানেই থাক
কেন ঝামেলা পাকাতে চাস?
সব কিছু লেজে গোবরে করবি?
বইপত্তর বেচা বিক্রি বন্ধ করবি?

অলিন্দের খাঁচায় আমার
বাস করে নীলপাখি এক
বের হয়ে যেতে চায় বারবার
আমি কি কম চালাক?
বেরোতে দেই দুএক রাত্রে
যখন সবাই অঘোর ঘুমে
সান্ত্বনা দিয়ে বলি
ভালোই আছো হে এখানে
ফিরে এসো বাছা দুঃখ পেয়ো না
অতঃপর আবার খাঁচায়।
তবু সে একটু গান গায়
অতোটা খারাপ না আমি
তাই তো তাকে পুরোটা মরতে দেইনি
গোপন এক সন্ধিবলে
আমরা একসাথেই ঘুমাই
যা মানুষকে কাঁদানর জন্য ভালোই
তবে আমি কাঁদি না, তুমি কি কাঁদো?

মূলঃ Bluebird by Charles Bukowski

ভাবানুবাদঃ টিটো মোস্তাফিজ

৮৫৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নীলপাখি”

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।