হাইকু গুচ্ছ

১১৪

কুয়াশার চাদর
সীমের মাচায় ফুলপাতায়
নাচে টুনটুনি

১১৩

বকলম কবি
সুবর্ণ বন্দর লোভে
নিজ সন্তান ফেরি

১১২

খড়ের গাদায় ভাপ
দুধ নারকেল খেজুর রসে
পিঠে খাওয়ার ধুম

১১১

প্রকৃতির পর্দা
কচুরিপানার ফুলে
তৃপ্ত নয়ন মন

১১০

আখ ফুলে ফিঙে
গাঁয়ের বধু ধান ওড়ায়
হেমন্ত বাতাসে

১০৯

মায়ের বুকের ওম
পাশ ফিরতে লেপের মাঝে
শিমুল বিচি বাজে

১০৮

এক এক শূণ্য নয়
অনুবাদ পার্থক্যে হয়
কথার ডালপালা

১০৭

গোলাপী বা লাল
সবুরে মেওয়া ফলে
রে ঝিঁঝিঁ বাঙ্গাল!

১০৬

উনিশের কীর্তি
ক্যাসিনো পেঁয়াজ আগুন
কারসাজির বাজার

১০৫

মাকড়সার জাল
তড়িৎবাহী সংযোগ তার
মাথার পর ঝোলে

১০৪

পাকা ধানের ক্ষেত
গোশালিকের দল মাতে
ভোজন উৎসবে

১০৩

হালকা শীতল রাত
ঝক ঝকা ঝক রেলগাড়ী
চলে যাওয়ার রেশ

১০২

নরম কুয়াশা
ছিন্নভিন্ন মেষ শাবক
বেনিয়ার লোভে

১০১

অঘ্রাণের কুয়াশা
ঘরে বাইরে চোখ ঝাপসা
পেঁয়াজের ঝাঁঝ

১০০

বিমুগ্ধ শ্রোতা
হৃদয়ের রক্তক্ষরণ
গড়ে সুর তাল লয়

৯৯

ভার্চুয়াল লাইফ
অনলাইন বিচরণ খায়
অফলাইন ফেস বুক

৯৮

বিমুগ্ধ দর্শক
দীর্ঘশ্বাসের ছাপমাখা
রঙ তুলি ইজেল

৯৭

নিয়ত লড়াই
ঘূর্ণীঝড় ও জলোচ্ছাস
উপকূলে বাস

৯৬

ডিজিটাল পসরা
হুমকি বয়ান শোক উৎসব
কিউআর বাজারে

৯৫

চাঁদ সুরুজের টান
চাপ কমে বিপদ বাড়ে
লোনা পানির বান

৯৪

সোনালি ঝিলিক
আমন ধানের জমিতে
অঘ্রাণের বার্তা।

৯৩

ত্রিপদী চিত্র
হঠাৎ ভাব প্রকাশ করে
বনসাই কবিতা

৯২

পাঁচ সাত পাঁচ মাত্রা
কিগো এবং কিরেজি
দৃশ্যকল্প এক

৯১

কিগোতে ঋতু
আর নিসর্গ কিরেজি
অমিলে ছবি

© মোঃ মোস্তাফিজুর রহমান টিটো

৪,৮২১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “হাইকু গুচ্ছ”

  1. মোস্তফা (১৯৮০-১৯৮৬)

    হাইকুগুলোর কোনটি কত চালের (Metric pattern) সেটি ধরতে কষ্ট হচ্ছে। ৯৪ নম্বরটি মনকাড়া! ১০১ এ ইদানীঙের বেত্তান্ত! ১০৯ এ নষ্টালজিয়া!

    এডমিন আমাদের লেখা ধরে রেখেছে কেন? পছন্দ হলে প্রকাশ করুক, না পসন্দ হলে ছেঁটে ফেলুক। ঝুলিয়ে রাখবার কি দরকার?


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      অনেকদিন পর আপনাকে দেখছি মোস্তফা ভাই। হাইকু ৫/৭/৫ ফরমেটে লেখার চেষ্টা করি তবে সব ক্ষেত্রে সম্ভব হয়না। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
      যারা বেশকিছু ব্লগ লিখে ফেলেছেন তাদের বিষয়টি বিবেচনা করে তারা যেন সরাসরি ব্লগ প্রকাশ করতে পারেন এজন্য এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তফা (১৯৮০-১৯৮৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।