গ্রীকপুরাণ এর ছোঁয়া

নারীর মন

কহিলা ম্লান হেসে
হিফাস্টাস দেবে
নারীর মন বুঝে
কার সাধ্য ভবে!

 

মিনোটর

জীবন নামের গোলক ধাঁধায়
মিনোটর ই শেষ কথা
থেসিউস হানিমুনে
সে তো ভাই রুপকথা।

 

অগ্ন্যাশয়ে আততায়ী

অগ্ন্যাশয়ে আততায়ী
বাজায় তালি নিন্দুক
কল্প থেকে বাস্তবেতে
প্যানডোরার সিন্দুক।

৪,১৯৬ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “গ্রীকপুরাণ এর ছোঁয়া”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    নারীর মন বুঝে
    কার সাধ্য ভবে!
    -- কবে বুঝলে এটা? 🙂
    অগ্ন্যাশয়ে আততায়ী
    বাজায় তালি নিন্দুক
    কল্প থেকে বাস্তবেতে
    প্যানডোরার সিন্দুক।
    -- অতি চমৎকার!

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।