রুবাইয়াত-ই-মোস্তাফিজ

এক

কি হবে সব ঠিক করেছ

অনেক  অনেক আগে

তবু প্রভু সাজা দেবে

ন্যায় বিচার কি হবে?

 

দুই

দেখছি ভেবে ভেবে

শুরুর থেকে এবে

বদলোকে  সব জিতে

ভালোয় ডুবে দুখে।

তিন

তালা দিলি কেন ওরে

বিবেকের জালামুখে

এভাবে কি নিরাপদে

ধনে মানে রবি সুখে?

চার

সাকি শরাব সবই দেবে

জান্নাতেতে গেলে

ক্লান্ত দু চোখ শুকনো গলা

কী আমায় বুঝালে?

 

 

 

৩,৪৩০ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “রুবাইয়াত-ই-মোস্তাফিজ”

মওন্তব্য করুন : ইশহাদ (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।