ভণিতি

একটা হাইকু Some of griefs are gone /when they come naturally/force and its a crap এর শিরোনাম দিতে গিয়ে দেইনি। দুটো কারণ। হাইকুতে শিরোনাম চলে না। পাঠকের সাথে মজা করতে ইচ্ছা হল। কেউ আমার চিন্তাটা ধরতে পারে কি না সেটা বোঝা। যাক গে, ইংরেজীটা বাংলা করলাম।সেটা হয়ে গেল একটা ভণিতা।

আসলে পরে সহজেতে
পালায় কিছু যাতনা
জবরদস্তি করলে ভায়া
বাড়ে শুধু আবর্জনা

ফেসবুক মন্তব্য- শব্দযুগল অপনয়ন আবশ্যক। তো কি করা যায় ভাবছি। হঠাৎ ধাঁধাঁয় নিজের নাম জুড়ে দেবার বেহায়া ইচ্ছেটা পেয়ে বসলো। যুক্ত করে দিলাম –

পুরাদস্তুর বাঙ্গাল  বলে
শুনো হে মানুষ ভাই
যা ভাবছো তা নয়
ভনিতা কি বুঝ নাই?

সম্ভাব্য রেসপন্সসহ উত্তর জুড়ে দেয়ার ইচ্ছা ছিল। সময়ের অভাবে সম্ভব হয়নি। এখন দেখুন আর মিলিয়ে নিন।

রেসপন্স

১। মাহমুদ- প্রথম (অসাম ইমো)

২। সামিউল- ভচ, এটা কি পা* ( জিব কাটা)

৩। মামুনুর রশীদ খান- কোপ 🙂 পাদ নিয়ে এপিক কুইজ। সহজে হইলে আরাম, নাইলে হলুদ আবর্জনা।

৪। মোকাব্বির- পাদের আলাদা কিছু গুণ আছে। একবার পাদ দিয়া পরীক্ষক তাড়াইছিলাম।তারপর স্টেটাস দিলাম- fart is a good examiner repellent. প্রাইভেসি ঠিক করতে ভুলে গেসিলাম। মোস্তাফিজ ভাই তো দেখে তো ছিছি বলসেন। এখন আবার দেখি কবিতা লেখলেন গুল্লি।

৫। মাহমুদুল- পাদ/প্রেম । একবার ফেসবুকে স্টেটাস দিছিলাম- love is like fart, force and it’s a crap.

৬। নূপুর – বুঝলামনা বস।

৭। লুৎফুল ভাই- ভণিতার মানে অনেকগুলি/ টিটো তোমায় কোনটি বলি ?

৮। মাহবুব ভাই- এত কঠিন লেখ কেন ভাই ?

৯। খায়রুল ভাই- এখনও জবাব পেলাম না। সিসিবিয়ানদের আই কিউ কমে গেল নাকি। এদের দেখি আয়োডিন লবণ খাওয়াতে হবে।

১০। একজন অলপোয়েট্রি পাঠক কাম কবি- It’s true that time heals everything. Okay, maybe not always heal, but make it easier. Thanks for sharing.

১১। আরেকজন অলপোয়েট্রির কবি- take a shot of liquor and wash the  blues away…well done and brief shot..

১২। পারভেজ ভাই – জোর করে টাকা আনতে বিপত্তি ঘটে।

১৩। সাইদুল ভাই- এটা কি প্রেম ?

১৪। তাহমিনা- তিনটা গুল্লি ইমো

১৫। রাজীব- তিনটা বস ইমো

১৬। আকাশ- দারুণ মোস্তাফিজ ভাই।

১৭। সাবিনা আপু- উত্তর জানার অপেক্ষায় ঘাপটি মেরে বসেছিলাম ভাইয়া।

১৮। মোস্তফা ভাই- পড়তে ভালই লেগেছে। কিন্তু ছন্দমাত্রা এসব কি ঠিক আছে মোস্তাফিজ ? ছড়া ট্যাগ দিয়েছ।

১৯। জিহাদ- মজা পেলাম ভাই।

এই ছিল আমার কল্পনার দৌড়।একটু বেশিই দৌড়েছিলাম। মন্তব্য পড়েছে মাত্র তিনটি।

 

ভণিতার উত্তরঃ

ক] পাদ
খ] প্রেম
গ] টাকা
ঘ] সময়
ঙ] ভণিতি/কবিতা

লুৎফুল ভাই যথার্থই বলেছেন – ভণিতার অনেক রকম মানে থাকতে পারে। পাঠকদের বিভ্রান্ত করার জন্য সেভাবেই এটা তৈরী করা হয়েছে।সিসিবি কিংবা অলপোয়েট্রি কোথাও কেউ ভণিতার অর্থ বের করতে পারেননি।ভণিতার উত্তর হল- ভণিতি। কবিতা যদি সহজভাবে চলে আসে কিছু যাতনা পালাবে। জবরদস্তি করলে বুদ্ধিবৃত্তিক আবর্জনা তৈরী হবে।ধন্যবাদান্তে- পুরাদস্তুর বাঙ্গাল।

২,৩৯৯ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “ভণিতি”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "কবিতা যদি সহজভাবে চলে আসে কিছু যাতনা পালাবে। জবরদস্তি করলে বুদ্ধিবৃত্তিক আবর্জনা তৈরী হবে" - এই সহজ কথাটা বুঝতে গিয়েই কত রাস্তা ঘোরা হলো, কত কি শোনা হলো!

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আমার মনে হয় অধিক ইঙ্গিতপ্রবণতা পাঠকে খানিক বিমুখ করে তোলে। মনে হয় পাঠকের হৃদয়ের কাছে পৌঁছানোর থেকে তার বুদ্ধির পরীক্ষা নেয়া হচ্ছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।