লাল গোলাপ শুভেচ্ছা

সিসিবিতে বেশ কিছু ইমোটিকন বা স্মাইলির অভাব বোধ করি। কেউ হয়ত ভাল কোন কাজ করেছেন কিংবা অর্ধ শতক/শতক/ সার্ধশতক/ দ্বিশতক পূর্ণ করলেন। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে হবে। ফুল না থাকলে কেমন হয়। তাই নেটে বেশ ঘাঁটাঘাটি করে বিনা মূল্যের এক সফটওয়্যার নামিয়ে বানিয়ে ফেললাম একটা এনিমেশন। আপলোড করলাম। সবাইকে পুরাদস্তুর বাঙ্গালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা

red rose greetings  ওহ একটা কথা। ঝিকমিকানো গোলাপটা আমার তৈরী নয়। ওটা পাবেন ফ্রি স্মাইলিজ ডট ওআরজি তে।

বিশেষ দ্রষ্টব্যঃ খায়রুল আহসান ভাইয়ের অর্ধশততম পোষ্টে শুভেচ্ছা অভিনন্দন জানাতে গিয়ে এ চিন্তাটা মাথায় এসেছিল।

১,৯৫১ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “লাল গোলাপ শুভেচ্ছা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    আমি অভিভূত হ'লাম, মোস্তাফিজ। এজন্য তোমাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। '৫০তম' এর ক্ষুদ্র মাইলফলকটি জনসমক্ষে তুলে ধরে যে সহৃদয়তার পরিচয় দিলে, তা দেখে মুগ্ধ হ'লাম।

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      খায়রুল ভাই, আপনার জবাবে আমিও অভিভূত হলাম। পঞ্চাশ খানা ব্লগ লেখতে পারা চাট্টিখানি কথা নয়। অভিনন্দন অবশ্যই জানানো উচিত। তবে অভিনন্দন জানানর পরও কেউ কেউ তার জবাব দিতে কার্পণ্য করে। সেটি স্বাভাবিক ধরে আপনার মহানুভবতাকে সেলাম জানাই ::salute::


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।