অডিও ব্লগঃ সরষে ফুলে মৌমাছি

সরষে ফুলে মৌমাছি

কথাঃ টিটো মোস্তাফিজ

কণ্ঠঃ কাজী পারভেজ

ঝাপসা মোটেই নয়কো বাতাস
মাঘের শীতে কনকনে
রোদের আলোয় পষ্ট বটে
নয়তো মোটেই গনগনে।

আমোদেতেই আছেন তারা
আলসে মোটেই নয়কো যারা
নাই অজুহাত
মাঘ বোশেখে
কাঠফাটা রোদ
কিংবা শীতে
চপল হিমে
কিংবা ঘামে
সদাই যেন চনমনে
জানতে পেলুম গুঞ্জনে।

ফুলে পাতায় জমাট শিশির
হীরের মত ঝলমলে
শীতল হাওয়ায়
ঢেউ খেলে যায়
হলদে সবুজ মখমলে।

চুমুক দিয়ে সরষে ফুলে
মৌমাছিদের দলবলে
উঠলো গেয়ে গুনগুনিয়ে
গুনগুনিয়ে গুঞ্জনে
আহা মধু বেঁচে আছি
আমরা সবাই মিলে।]

ভালো কিছু শেয়ার করার মজাই আলাদা। আমার লেখা কবিতা বা ছড়ার মধ্যে অন্য কেউ প্রথম আবৃত্তি করলেন সরষে ফুলে মৌমাছি।তা ও আবার যেন তেন কেউ নয় । তিনি আমাদের সবার প্রিয় পারভেজ ভাই।পুরাদস্তুর বাঙ্গাল অর্থাৎ এই অধমের ভাবগুরু। তিনি পদ্যটি আবৃত্তি করে সাউণ্ড ক্লাউডে আপলোড করেন। মন্তব্যে লিংক দিয়ে ছিলেন।এত সুন্দর জিনিস শেয়ার করতে না পারায় খচ খচ করছিল মনের মধ্যে।প্রিয় পাঠক শ্রোতা শ্রবণ করুন-

সরষে ফুলে মৌমাছি

এবং ইউটিউবে দেখুন পারভেজ ভাইয়ের ভিডিও

১৯,৫৪৯ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “অডিও ব্লগঃ সরষে ফুলে মৌমাছি”

  1. পারভেজ (৭৮-৮৪)

    থরোলি সারপ্রাইজড, জানো?

    খাচ্ছিলাম। প্রায় শেষ।
    শেষ করতে করতে সিসিবিতে চোখ বুলিয়ে দেখি প্রিভিউ-এ তোমার বেশ আগের একটা কবিতার পরিচিত দু'লাইন দেখা যাচ্ছে।
    ভাবছি, পুরনো কবিতা কেন?
    ক্যাটাগিরিতে দেখলাম "অডিও ব্লগ" লিখা।
    বুজলাম, ও আচ্ছা, আবৃত্তি দিয়েছো। ভালই তো হাত ধুতে ধুতে শোনা যাবে। তাছাড়া আমিও তো এটা পড়েছিলাম।
    দেখি কবি কন্ঠে কেমন শোনায়?

    প্লে দিতেই শুনি, চেনা চেনা গলা। সেকি? এ দেখি আমিই!!!

    খুব মজা পেলাম। আর যেভাবে লিখেছো, মনেহয় একটু বেশী বেশী ফুলে যাচ্ছি।
    খুশি যে হয়েছি, সে কি আর বলতে!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    কেয়াবাত, ছোটে ভাইয়া! জোরসে তালিয়া তোমার জন্য :clap:

    গতকালই আমি কবিতা পাঠের প্রসংগে কথা বলছিলাম আর আজই তুমি অডিও ব্লগ নামিয়ে ফেললে। কবি এবং আবৃত্তিকার দুজনের জন্যই মুবারকবাদ রইল!

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    নুপুরের মত আমারও ওই তিন লাইন একটু বেলাইনের মনে হয়েছে,

    সে ষাই হোক, কবিতাটা চমতকার, আবৃত্তি অনবদ্য


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  4. পারভেজ (৭৮-৮৪)

    শেষ তিন লাইনে পড়ার জন্য আছে কিছু সমস্যা।
    অন্যভাবে পড়ে সেটা মেক-আপের চেষ্টাও করেছি।
    বুঝলাম, কাজ হয় নাই।
    এটা অনেক আগে পড়া। তখনো কবির প্রতি শ্রোদ্ধা রেখে যেভাবে লিখেছেন, পড়ার চেষ্টা করতাম
    আজকাল সেটা করি না।
    পড়ার সময় পড়ার সুবিধার্থে কবিতাকে ক্ষুন্ন না করে ছোট খাট বদল করে নেই 😉 😉 😉


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
        • টিটো মোস্তাফিজ

          একদিন ফেসবুকে এনভায়রনমেন্ট.কম এর পাতায় দেখলাম যদি সব মৌমাছি মরে যায় তবে খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরও বিদায় নিতে হবে। কত ঘন্টা তা ও বলা ছিল । ঐ সংখ্যাটা ভুলে গেছি। বিষয়টা বেশ নাড়া দিয়েছিল আমাকে। তার কয়েকদিন আগে মৌমাছির হুলাঘাতে বেশ কষ্ট পেয়েছিলাম। আমার বাথরুমে চাক বসেছিল। যাই হোক তখন মৌমাছিদের ব্যাপারে ভাবনা এবং কিঞ্চিত পড়াশুনা করলাম। মধু সংগ্রহ করতে ফুলে ফুলে ঘুরছে মৌমাছি। পরাগায়নে শুধু উদ্ভিদকুল নয় প্রাণীকুলও উপকৃত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সেই সময় হরতাল অবরোধ শৈত্যপ্রবাহ ইত্যাদি অজুহাতে অনেকেই কাজে ফাঁকি দিচ্ছিল। এ সব কিছু নিয়ে লিখেছিলাম- সরষে ফুলে মৌমাছি। প্রথমে লিমেরিক পরে কবিতা।


          পুরাদস্তুর বাঙ্গাল

          জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      ভাই শেষ অংশটুকু অনেকের ভাল লাগেনি। একটু সংশোধন করলাম। আমার মাথা ঠিকমত কাজ করেনা। তাই আপনার লেখা গুলো পড়েও ঠিকমত বিশ্লেষণ করতে পারছিনা । আপনি কি একটু বিশ্লেষণাত্বক সমালোচনা করবেন ? প্লিজ :dreamy:
      আপনাকে যদি বিরক্ত করে থাকি :frontroll: :frontroll: :frontroll:


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন
  5. পারভেজ (৭৮-৮৪)

    ভিডিও আপলোডেড। তবে এমবেড করলাম না। লিংক দিচ্ছি।

    দেখা যাবে এখানে: "সরসে ফুলে মৌমাছি"

    তুমি চাইলে মূল লিখায় এমবেড করে দিতে পারো......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।