ঝিঁঝিঁ মারার সম্ভাব্য ফলাফল

ঝিঁঝিঁ বাঙ্গালদের পাঁড় ভক্ত এই অধম। বিশেষজ্ঞও বটেন। বিশেষ অজ্ঞতার উপর ভর করিয়াই গ্রেগরী বাবার বর্ষপঞ্জীর ২০১৫ অব্দে মাদিবার দেশ হইতে বঙ্গদেশে আগত স্প্রিংবকদের সহিত ঝিঁঝিঁ মারামারির ফলাফল অনুমিত। যাহা নিম্নরুপ-

মারদাঙ্গা অর্থাৎ টি টুয়েন্টি সিরিজ

ব্যাঘ্র ১- স্প্রিংবক ১

সারাবেলা অর্থাৎ এক দিবসীয় আর্ন্তজাতিক ম্যাচের সিরিজ

ব্যাঘ্র ১- স্প্রিংবক ২

সবুরে মেওয়া অর্থাৎ টেষ্ট সিরিজ

ব্যাঘ্র ০- স্প্রিংবক ০

বিশেষ দ্রষ্টব্যঃ অনন্ত সমস্যায় থুড়ি বর্ষা এবং … কারণে উল্লেখিত ফলাফলের হেরফের ঘটিতে পারে।

এই লেখকের আরও কিছু ঝিঁঝিঁ বিষয়ক প্রকাশনার বিজ্ঞাপন…

তদন্ত প্রতিবেদন

জিতলে পরে সোনার ছেলে
রয়্যাল বেঙ্গল টাইগার।
গরবেতে বুক ফুলে যায়
আমিই জয়ের রুপকার !

ক্রিকেট স্বপ্ন

ভুলে যাব সব অপমান অভিশাপ
পৃথিবী অবাক বিস্ময়ে দেখবে
আহত বাঘের রুদ্র প্রতাপ
আমরাই জিতবো কুড়ি কুড়ি কাপ

উইকেট কিপার নাই

একেতো ভেতো বাঙ্গাল, তার উপর ঝিঁঝী পাগলা । আদুরে মেনি বেড়ালের নাম রেখেছে টাইগার। লংকার সিংহের গর্জনে হালুম না করে মিঞ মিঞ করে গাছে উঠছে। পুসি, পুসি, অন্তত ভাল করে ঝিঁঝীতো ধর। মান সম্মান সব গেল বুঝি

সাকিব ও বিচার

সাকিবের জন্য লিমেরিক

দুর্মুখেরা বলে তোমায় ভেড়ার দলে বাছুর
কথার পিঠে কথা বল এটাই গুরু কসুর
ঝাঁঝর বলে চালুনি
তোর পিছনে ছ্যাঁদা নি
রায়খানা তো পাল্টে যাবে  একটু কর সবুর।

[ পড়বার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভ কামনা]

২,০১০ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “ঝিঁঝিঁ মারার সম্ভাব্য ফলাফল”

  1. সাইদুল (৭৬-৮২)

    মারদাঙ্গা, সারাবেলা, সবুরে মেওয়া

    তারা ভাষ্যকর দের এই অভিধা গুলি ধরিয়ে দিতে ইচ্ছে করছে।
    লিমেরিকটা অসাধারণ।

    ব্যতিক্রমী লেখা। ধন্যবাদ। শুভ কামনা


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      একদম ঠিক বলেছেন গুরু :boss:
      আপনার কাব্যিক মন্তেব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :hatsoff: :hatsoff:
      আঁধার যখন এসেছে আলো না এসে পারে ? সারাবেলার খেলায় কিন্তু আমরা দুর্দান্ত। ওখানে আশা করি
      ব্যাঘ্র ২- স্প্রিংবক ১


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।