প্রতিকার

হাত বাড়ালেই যদি মেলে
গণিকা বা গঞ্জিকা
এমন হলে খবর খারাপ
তোলা তোলে রাজ পেয়াদা।
মানি লোকের মান থাকে না
সত্য বলে বোকা হয়
ধান্দাবাজে ফন্দী খোঁজে
সাদা মগজ ধোলাই হয়।
অল্প বিদ্যা চরম ভাবে
সত্য মিথ্যা জড়িয়ে ভবে
বর্ষে শুধুই বিপর্যয়।
নইকো মোরা আলাদা কেউ
বিশ্বমানব দল থেকে
বাঁচতে এবং বাঁচাতে হবে
বিপদ থেকে বিশ্বকে।
জ্বালিয়ে দিয়ে জ্ঞানের আলো
চালিয়ে গেলে ন্যায়বিচার
সর্বনাশা গজব থেকে
মিলতে পারে প্রতিকার।

২,২০০ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “প্রতিকার”

  1. মোস্তফা (১৯৮০-১৯৮৬)

    ছড়ার প্রথম শর্তই হল ছন্দ। বাংলা ছড়ার বেশিরভাগ রচিত স্বরবৃত্তে, মাত্রাবৃত্তেও কম লেখা হয়নি, অক্ষরবৃত্তে অপেক্ষাকৃত কম।
    ছড়া তো ভালো লাগলো, কিন্তু ছন্দ কি ছাড়িয়ে গেল না? আমি কিন্তু ছন্দের কথা বলেছি, মিলের কথা নয়।


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।