যশোর থেকে টিএসসি

যশোর থেকে টিএসসি

কতটা দূরে রমনা থেকে টিএসসি
কিংবা কতটা কাছে ছায়ানট উদিচী?
আমি ঠিক জানি না।

বটমূলের রক্ত পিশাচ বোমারু
কার্তিকেয় বীর্য খ্যাপা কুত্তা
বৈশাখির কলংক শিশ্ন সন্ত্রাসি
এরা বোধ করি একই ভাগাড়ের
হায়েনা শকুনের  সঙ্কর।

দর্শক ছিল কিছু ধামাধরা
দায়িত্বশীল যেন দায়ছাড়া
আলোকবর্তিকা লিটন নন্দী
অভিবাদন গ্রহণ কর হে কমরেড
হবে কি ন্যায় বিচার যদি হয়
প্রকাশ্যে উহাদের লিঙ্গচ্ছেদ?

১,৩৪৮ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “যশোর থেকে টিএসসি”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    সিসিটিভির সংখ্যা কারচুপি যে নির্লজ্জ প্রমাণ রাখছে এমন অমানুষদের ঘৃণ্য অপরাধ ধামাচাপা দেবার তা এই অপরাধীদের চেয়ে ঘৃণ্যতর । এর থেকে আমাদের পরিত্রাণ আর উত্তরণ কিভাবে ! ভাবতে গেলে আর এক বিন্দু সুস্থ্য লাগে না নিজেকে । অর্থবহ মনে হয় না আর বেঁচে থাকাকে ।

    প্রতিবাদকে অভিনন্দন ।

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    ইমপিউনিটি কিভাবে একটি জাতিকে পদেপদে ভোগাচ্ছে, আমরা তার একটা মডেল।
    খুবই আশা করি যেন বিচার হয় সব অপরাধের।
    আনন্দময় বেঁচে থাকা হোক সবার...

    প্রতিবাদ চলবেই চলবে.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. সামিউল(২০০৪-১০)

    যেমন অপরাধ, তেমনি বিচার হওয়া উচিত। অপরাধ মধ্যযুগীয় হলে বিচারে শাস্তিও সেরকমই হতে হবে। কুকুরের তো মুগুর ছাড়া চলবে না।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।