ফরিয়াদ

আধা বর্বর থুড়ি আধা পরিবাহী
তড়িচ্চুম্বকীয় আবু গারিবের ফরিয়াদ
কানে তোলো কিচিরমিচির
এত কষ্ট দিও না নিউরন রেটিনাকে
ক্যাথোড গামা কাপড় খুলে
এলইডি পরালেই চলবে না
অবরোধ তুলে নিতে হবে
ঘাস ফুল মৌমাছি থেকে
নির্বাসন থেকে ফিরিয়ে আন
ফড়িং আর সব প্রজাপতি।

২,০১৯ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “ফরিয়াদ”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    এই সন্ধ্যায় দুইবার পড়লাম। ঠিক মাথায় যাচ্ছে না! সকালে আবার পড়তে হবে। ফ্রেশ মাথায়! 😕


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. টুকুন (হাফ ক্যাডেট)

    মাইলসের গান--- নষ্ট অতীত
    যেখানে ছিল ঘাস ফুল মৌমাছি, সেখানে চৌচির হয়ে গেছে মাটি/ যেখানে ছিল ভালবাসা, সেখানে এখন শুধু ঘৃণা/ নির্বাসনে চলে গেছে সব প্রজাপতি।
    গানটার নাম পাল্টে নষ্ট বর্তমান রাখা দরকার B-)

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আমার মত অতি 'মানবিক'দের জন্য অনেক কিছুই ধরা ছোঁয়ার বাইরে, একটু যদি তর্জমা করে দিতেন মোস্তাফিজ ভাই 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।