নিলাম

নিলাম

চোখ বন্ধ করে আয়নাতে দেখি
বিবেকের বিকিকিনি ওলোন্দাজ নিলামে
মহাসমারোহে আঁধারায়ন।

Paradox

I saw Dutch auction of ethics
While the eyes were wide shut.
The world endarkened.

ললিপপ লোপেয

দেউলিয়া জেনিফার লোপেয
ডাচ অকশনে বিকায়
মূল্যবোধের বিকিনি ।

২১ টি মন্তব্য : “নিলাম”

  1. সামিউল(২০০৪-১০)

    কিছু বুঝি, কিছু বুঝিনা। 😛
    তবে বিবেকের বিকিকিনি তো চলছেই অবিরত।

    যদিও বিকিকিনি দেখে প্রথমে একটা "কি" চোখে পরে নাই... 😛 😛


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    হা হা সামিউল।
    মোস্তাফিজ ভাই, 'বিবেকের বিকিনি' আরো ভালো শোনাতো --- প্রায় অস্তিত্বহীন, অপসৃয়মান রূপকও দেয়া হলো। আবার পাঠকের ইয়ে টাইপ কল্পনাকে উসকেও দেয়া গেলো।
    আমি তো দেখতে পাচ্ছি, জেনিফার লোপেজ বিবেকের ধার না ধেরে ওলন্দাজ সমুদ্রে নেমে যাচ্ছে। এ নিয়ে আপনার তীরন্দাজ মন কিছু বলবে এ আসায় রইলাম।
    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন
  3. সামিউল(২০০৪-১০)

    জুনায়েদ ভাই খেইপা গেছে আর নূপুরদা খুশি হইছে....
    আমি এহন কই যাই??? 😛 😛
    মোস্তাফিজ ভাই, আপনেরে ফেসবুকে জানায়া দিছি, আমি কী কইতে চাইছিলাম। 😛 😛


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  4. পারভেজ (৭৮-৮৪)

    এই ভিডিওতে জেলো-র সাকসেস হলো, যে ই এইটা দেখে, তারই কিছু বলতে বা লিখতে ইচ্ছা করে।
    আমি একটা স্ট্যাটাস লিখলাম। অনেকে ঐটায় কমেন্ট লখলো।
    টিটো আরও সরেস। হাইকু লিখে ফেললো।
    ভাবছি, একখানা গানের এত ক্ষমতা?
    কে যে এখন উপন্যাস লিখায় হাত দেয়, দেখার অপেক্ষায় আছি
    😀 😀 😀


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।