চ্যান্সেলর বান কি মুন

বিসমিল্লাহির রহমানির রহিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাতিসংঘ মহাসচিব কর্তৃক অনুমোদিত
নং ২১১২ তারিখ ১৫/১১/২০১১ ইং
আলফ্রেড নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান
সোনালী ব্যাংক লিমিটেড
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা,
বাগমারা,রাজশাহী।
প্রতিষ্ঠার সূত্রঃ ২০০৬ সনের ৪৩ নং আইন
ISLAMIC UNIVERSITY ACT, 1980(ACTXXXVIIOF1980)

শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত

আন্তর্জাতিক মুদ্রাতহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, বাংলাদেশ বাংক, সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, রাজশাহী কর্তৃক স্বীকৃত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সহ সমগ্র বিশ্ববাসীকে অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ড. বানকিমুন
জাতিসংঘ মহাসচিব

চ্যান্সেলর
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদালয়
বাগমারা, রাজশাহী।

শুভেচ্ছান্তে
ড. মোঃ রফিকুল ইসলাম
ভাইস চ্যান্সেলর
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদালয়
বাগমারা, রাজশাহী
ও জাতিসংঘ হাইকমিশন।

 

কী ভাবছেন ? এতক্ষন মজা করলাম। মোটেও না। ১২ জুলাই ২০১৪ তারিখ রাতে কোমল পানীয়র সহায়তা নিচ্ছিলাম। গ্যাসের খনি বন্ধ করার জন্য। হঠাৎ জাতিসংঘ মহাসচিবের নাম পোস্টারে দেখে টাসকি। বিনোদিত হলুম।সকাল বেলা ছবি তুল্লাম। মনে হল আপনাদেরও বিনোদোনের ভাগ দেয়া দরকার।

 

১,৭৫৯ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “চ্যান্সেলর বান কি মুন”

  1. সিরাজ(১৯৯১-১৯৯৭)

    বিষয়টি হাসির হলেও আসলে খুবই দুঃখজনক। আর এভাবেই কত মানুষ প্রতারিত হচ্ছে এদের কাছে। শুধু একে দোষ দিয়ে লাভ নাই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষিত সমাজের অবস্থা এতই খারাপ যে এরকম মানুষরা শিক্ষা নিয়ে ভন্ডামী করার সুযোগ এবং সাহস দুটোই পায়। আমরা এমনকি সচেতনও না।নিজের কাছেই নিজেকে খুব লজ্জিত মনে হয়।


    যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

    জবাব দিন

মওন্তব্য করুন : হোসনে মোবারক (০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।