সাকিব ও বিচার

অপেশাদার

নাক উঁচু কুলীন মশায়
মাটিতে রাখ পা
শিকড় কিন্তু কাদায়
খেয়াল আছে তা ?
এবার বলছি বাবা তোমায়
শোনো ভালো করে
শুধুই শাসন স্টিম রোলারে
সে যুগ গেছে চলে।
কি লাভ হবে জেদ বাড়িয়ে ?
কুড়াল মেরে নিজের পায়ে
কিংবা নিজের ছেলের গায়ে।
পারলে বাপু হও পেশাদার
নইলে লসের ইজারাদার !

জবর বিচার

ছয় মাস কাঁচকলা খাস
আঠার মাস বোনাস ঘাস
হ্যাংলা বাঘের
জবর বিচার
বাদী-হাকিম সাব্বাস!

সাকিবের জন্য লিমেরিক

দুর্মুখেরা বলে তোমায় ভেড়ার দলে বাছুর
কথার পিঠে কথা বল এটাই গুরু কসুর
ঝাঁঝর বলে চালুনি
তোর পিছনে ছ্যাঁদা নি
রায়খানা তো পাল্টে যাবে  একটু কর সবুর।

[ বোনাস হিসেবে সুকুমার রায়ের বিচার পড়ৃন]

বিচার

-সুকুমার রায়

ইঁদুর দেখে মামদো কুকুর বল্লে তেড়ে হেঁকে-
“বলবো কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে।
আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা,
আয় না খেলি দুইজনাতে মোকদ্দমার খেলা।
তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু”
“জজ কে হবে ?” বল্লে ইঁদুর বিষম ভয়ে জুজু।
কোথায় উকিল, প্যায়দা পুলিশ, বিচার কিসে হবে ?”
মামদো বলে, “ তাও জানিস নে? শোন বলে দিই তবে-
আমিই হব উকিল, হাকিম আমিই হব জুরি,
কান ধরে তোর বলবো, ‘ব্যাটা ফের করেছিস চুরি ?’
সটান দেব ফাঁসির হুকুম অমনি একে বারে-
বুঝবি তখন চোর বাছাধন বিচার বলে কারে !”

 

১২ টি মন্তব্য : “সাকিব ও বিচার”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।