টিটোর গপ্পোঃ অর্থহীন ছড়া

[ ছোটবেলায় এবং ছোটদের কাছে শোনা অর্থহীন কিছু ছড়া ]

এক

গল্প স্বল্প তিলে পুড়কির ছা
গল্প যদি শুনতে চাস তো
মোড়ল বাড়ি যা
মোড়ল গেছে গাড়িতে
গু লাগিছে দাড়িতে
ধুতে গেছে গাঙে
মুতে দিছে ব্যাঙে
ধুস শালার ব্যাঙ
খাড়া দুইটা ঠ্যাং।

দুই

তাইরে নাইরে বন্ধুরে
কলা খাইছে এন্দুরে
কলার ভিতর দানা নাই
পয়সা আনতে মুনে নাই।

তিন

দুধ দি গুড় দি
কালমেকুরের গু দি
কাল বিলির ছাউ আছে ?
নাই ?
হুর ম্যাউ হুর ম্যাউ
হুর ম্যাউ হুর ম্যাউ
ক্যাতু কুতু ক্যাতু কুতু
হুর ম্যাউ হুর ম্যাউ।

চার

হাবেল মাবেল দুই ভাই
ব্যাঙ ধরি ভত্তা খাই
মা বলে ছি ছি
বাবা বলে গরীবের ছেলে
খাবে নাতো কী ?

পাঁচ

একলা মুচি কি কাম করে ?
চাম মুড়ে দি ভাত রানদে
চাম লি গেল শিয়ালে
মুচি মরে হিঁয়ালে ।

ছয়

ইন পিন কুরামিন
বেবী খায় ভিটামিন
ভিটামিনে পোকা
ডাক্তার সাহেব বোকা।

 

সাত

কুকুর ডাকে ঘেউ ঘেউ
বিড়াল ডাকে ম্যাউ ম্যাউ
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
ডাকার সুমায় তুলে ঠ্যাং।

১,৫৬১ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “টিটোর গপ্পোঃ অর্থহীন ছড়া”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    একটাও শুনিনি আগে 🙁

    আমাদের স্কুল দুই-তিন তলা
    টিফিনে কখেতে দেয় পাউরুটি কলা,
    আমাদের আপারা আইএ বিএ পাশ
    পড়া না পারলে মারে ঠাশ ঠাশ 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    1 2 3
    পাইলাম একটা বিড়ি,
    বিড়িতে নাই আগুন
    পাইলাম একটা বেগুন
    বেগুনে নাই বিচি
    পাইলাম একটা কেচি
    কেঁচি তে নাই ধার
    পাইলাম একটা হার
    হারে নাই লকেট
    পাইলাম একটা পকে ট
    পকেটে নাই টাকা
    চলে গেলাম ঢাকা
    ঢাকায় নাই গাড়ী
    কেমনে যামু বাড়ী
    বাড়ীতে নাই ভাত
    দিলাম এক পাদ
    পাদে নাই গন্ধ
    হাইস্কুল বন্ধ
    হাইস্কুল এ যাব না
    বেতের বাড়ি খাব না
    বেত গেল ভাইংগা
    স্যার দিলো কাইন্দা
    ওয়ায়ায়া :((


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    "ঢাকায় নাই গাড়ী"
    আমাদের টা এই পর্যন্ত একই ছিল। এরপর একটু ভিন্ন:
    ঢাকায় নাই গাড়ী
    কেমনে যাবো বাড়ি
    বাড়িতে নাই ঘর
    কি করবি কর
    হনুমানের লেজ ধরে
    টানাটানি কর...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।