সুশীল অবকাশ

সুশীল অবকাশ

রাজপথে ছুটে চলে কলের দানব যত
লোকটা ঘুমায় অঘোরে  জিন্দালাশের মত
মাছি বসলেও নড়ে না
কারও দিকে তাকায় না
সুশীল অবকাশে মানবতা নত।

[ শিরোনামটি মোকাব্বির সরকারের ব্লগ থেকে ধার করা]

Humanoid

২৪ টি মন্তব্য : “সুশীল অবকাশ”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আজকের বাস্তবতায় 'পাগল' বা ছিন্নমূল গৃহহীন মানুষ নিয়ে ভাববার সময়ই বা কোথায়। যেটা আপনাকে স্পর্শ করছে, তা আমাকে করছেনা। আমার কাছে ব্যাপারটা ক্লিশে মনে হচ্ছে। ভাবীর সাথে আমি একমত : পাগল নিয়ে এত ভাববার কি আছে? 😛

    আর বিশ্লেষণ করার স্টাইলে যদি বলি, তাহলে বলবো এইটুকু :
    একটা সাধারণ কিছুকে, একেবারে দৈনন্দিন হয়ে যাওয়া একটা দৃশ্যকে পুনরায় দেখাতে হলে আরোপ করতে হবে অভিনব কোন অনুষঙ্গ। এটাকে একটা স্টেটমেন্ট মনে হচ্ছে যেটা আমাকে আঘাত করতে পারছেনা আর।
    এ দৃশ্য আপনাকে অনেক তাড়িত করেছে নিশ্চিতভাবে ---- তবে আরো বহুবার এই অনুভূতির মধ্য দিয়ে গেলে স্বপ্নের নির্মাণটি ধরা দেবে বলে আমি দৃঢ়ভাবে মানি।

    বস, আমি একজন ত্যাড়া পাঠক। অধমের স্পর্ধা ক্ষমা করবেন।

    জবাব দিন
  2. টিটো মোস্তাফিজ

    উইকিপিডিয়া থেকে
    লিমেরিক(limerick) ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত ৫ টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্‌ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়। ইংরেজি নার্সারী রাইম থেকে এর উৎপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য অর্থবোধক হয় না।

    বাংলা একটি লিমেরিকঃ-

    তাতীর বাড়ি ব্যাঙের বাসা

    কোলা ব্যাঙের ছা।

    খায় দায়,

    গান গায়,

    তাইরে নাইরে না


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।