টিটোর গপ্পোঃ খেজুর পাতার হরিণ

নিজের হাতে কিছু তৈরী করার মজাই আলাদা।সেটি যদি বিনা খরচে করা যায় আর সুন্দর হয় তাহলে তো কথাই নেই। মাত্র দুইটি খেজুরের পাতা দিয়েই তৈরী করুন হরিণ আর বিশেষ কিছু হয়ে যান আপনার সন্তানের কাছে।আমি এটা তৈরী করা শিখেছিলাম আমার বোন রিনা রহমানের (রিনাবু) কাছে।কাউকে শিখাতে পারিনি।পাটি বুননের মত করে পাতা দিয়ে বোনা হরিণ । একে লোক শিল্প বলা যায় কি না তা বলতে পারি না। তবে এব্যাপারে পাঠকদের মতামত জানতে মন্চায়।

একটি খেজুর পাতার মাঝের শিরটা লম্বালম্বি ছিঁড়তে হবে।কাঁটার দিকটা খোলা থাকবে।গোড়ার দিকটা বন্ধই থাকবে।লম্বালম্বি সমান দুই টুকরা করুন।এক টুকরাকে আর এক টুকরার মধ্যে ঢুকান।ছবি দেখুন এবং পাটির মত একটু বুনিয়ে নিন। তৈরী হল পিছনের একটা পা।আর একটা খেজুরের পাতা দিয়ে একই ভাবে আরেকটা পা তৈরী করুন।পা দুটো ছবির মত জোড়া লাগান।পাটির মত বুনন চলুক।এক পাশে একটা উর্দ্ধমুখি ফালি ছাড়ুন। লেজ হল।তার একটু পর নিচের দিকে দুটো পা ছেড়ে গলার বুনন চালান।মাথা বানাতে দুইটা কান ছাড়ুন।মাথাটা সামনে বা পিছনমুখি করতে পারেন।মুখটা মেরে দেবার সময় শেষ ফালির মাথা বুননের মধ্যে ঢুকিয়ে দিন।তৈরী হয়ে গেল হরিণ বা ঘোড়া বা ছাগোল।ব্লেড বা কাঁচি দিয়ে ফিনিশিং টাচ দিন।আপনাদের তৈরী করা হরিণের ছবি আপলোড করলে খুশি হব।ধন্যবাদ।

২,৪৬৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “টিটোর গপ্পোঃ খেজুর পাতার হরিণ”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।