বৈশাখ ১৪২১

শিমুল তুলো

গগনবিহারী শিমুল তুলো
মিতা গরম হাওয়া
আর ধূলো।

তপ্ত বিষাদ

অনল প্রবাহে তপ্ত মগজ
শীতলীতে মস্তক মুণ্ডণ
হরিষে বিষাদ স্বমেহন।

ফটিক জল

দিঘীর তলার কাদা ফাটে
মিন মণ্ডুক চাতক কাঁদে
ফটিক জল ফটিক জল।

বৈশাখী অশ্রু

বৈশাখী গরম হাওয়া
আগুনের হলকায়
কাঁদার আগেই অশ্রু শুকায় !

কী  ক্ষতি ?

সেলাম, মিকাইল হুযুর।
আমাদের ক’টা মেঘ দিলে
কী এমন ক্ষতি চেরাপুঞ্জির ?

উত্তরবঙ্গ

শীতে হাড় কাঁপে,
গরমে রক্ত ভাপে,
উত্তরবঙ্গ কার শাপে ?

২,৬০৯ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “বৈশাখ ১৪২১”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    এই ভয়াবহ গরম যে সাহিত্যও জন্ম দিতে পারে ধারনা ছিল না। তবে আপনি হচ্ছেন অল ওয়েদার প্রুফ, শীত, গ্রীষ্ম, বর্ষা কিছুই আপনাকে থামাতে পারবে না 😛

    কবিতা ভাল লেগেছে :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ (১৯৯০-৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।