তদন্ত প্রতিবেদন

ভদ্রলোকের এই খেলাটা
বেজায় রকম শক্ত !
বুঝতে হবে এই কথাটা
সংগঠক ও  ভক্ত।

জিতলে পরে সোনার ছেলে
রয়্যাল বেঙ্গল টাইগার।
গরবেতে বুক ফুলে যায়
আমিই জয়ের রুপকার !

হারলে পরে প্যাঁচায় ত্যানা,
গালি দিয়ে তুলবো ফেনা।
ঘোল খা বেটা বিড়াল ছানা
জিতলে পাবি প্রণোদনা !

১,৪৩১ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “তদন্ত প্রতিবেদন”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    "ভদ্রলোকের খেলা" ব্যাপারটার মাঝে ইদানিং একধরণের আঙ্গুল তুলে দেখিয়ে দেয়া বিভেদ খুজে পাই। বিশেষ করে মানুষজন উদ্ধৃতি দিলে গা-জ্বালা করে। হয়তো ঐতিহাসিক দিক চিন্তা করলে নামকরণের স্বার্থকতা পাওয়া যায় কিন্তু সেই ইতিহাসেই আমার আপত্তি। বারবার মনে করিয়ে দেয়া, "এইযে আমরা, একদা বিশ্বের প্রভুরা, যারা উচ্চতর পর্যায়ের মানব সম্প্রদায়, তারা অবসরে ক্রিকেট খেলতাম।" 🙂


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : মুয়াজ (২০০৭-২০১৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।