ক্ষুদে কবিতা-৩

বন্দী

ছাপোষা খাঁচা মুক্ত হতে
উড়াল দেই বর্ণমালার আকাশে।
অন্তর্জালে বন্দী!

খেলা

ভদ্রলোকের খেলাটা বেজায়  শক্ত।
এই কথাটা বুঝে ক’জন
শাসক কিংবা  ভক্ত ?

প্রেম

অন্ধ হয়ে যাবো ।
তবু ভালোবাসি
ঝালাইয়ের শ্বেত শুভ্র আলো।

১,৪৯৮ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ক্ষুদে কবিতা-৩”

মওন্তব্য করুন : মজিদ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।