মুক্তিসংগ্রামে প্রথম ‘ ক্যাডেট শহীদ ’ হিটলু ভাই

Hitlu

 

 

 

 

 

 

২৯ মার্চ ১৯৭১।পাকিস্তানী দখলদার বাহিনী বগুড়া প্রবেশের  সময় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের সম্মুখীন হয়। বীর বিক্রমে যুদ্ধ করেন ক্যাডেট শহীদ আব্দুল মোমেন হিটলু [ ২য় ইনটেক আয়ুব ক্যাডেট কলেজ ( রাজশাহী ক্যাডেট কলেজ) ক্যাডেট  নম্বর ৩৫, দ্বাদশ শ্রেণী, কাসিম হাউস ]।অন্যরা পালিয়ে গেলেও তিনি ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান (জনতা ব্যাংক ) এর ছাদে অবস্থান করে লড়ে যাচ্ছিলেন। তিনি একটি ডিবিবিএল গানসহ ধরা পড়েন। পাক বাহিনী তাঁকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।মাত্র ১৭ বছর বয়সে শহীদ হন তিনি।বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া জেলা স্কুল পর্যন্ত রাস্তাটি শহীদ হিটলু রোড  নাম করণ করা হয় কিন্তু  সুপারিশের অভাবে তিনি বীরত্ব সূচক কোন খেতাব পান নি।আরও  দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বগুড়া শহরে শহীদ হিটলু রোড নামে কোন সডক নেই।শহীদ হিটলু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।

LetterLetter 2

কৃতজ্ঞতা স্বীকারঃ এই পোষ্টের প্রয়োজনীয় তথ্য ও ছবি ( হিটলু ভাইয়ের ছবি এবং তাঁর আম্মার লেখা একটি চিঠি) ফেসবুকে ইউয়ার সাইদ ভাই এর মাধ্যমে পেয়েছি।তাঁর পোষ্টে রাস্তা বিষয়ক তথ্য পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এবিএম তায়েফুল ইসলাম এবং জুলফিকার হায়দার জুয়েল ভাইয়ের মন্তব্য থেকে।

৪,৬৯২ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “মুক্তিসংগ্রামে প্রথম ‘ ক্যাডেট শহীদ ’ হিটলু ভাই”

  1. মাহমুদুল (২০০০-০৬)

    ছোট পোষ্ট হয়ে গেছে। অপূর্ণতা রয়ে গেল। বলতে গেলে শুধু নামটা ছাড়া আর কিছুই জানতে পারলাম না। 🙁

    ভবিষ্যতে জানতে পারলে জানাবেন ভাই।


    মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ধন্যবাদ মোস্তাফিজ ভাই।
    হিটলু ভাই কে সালাম।

    পাকিস্থান জিন্দাবাদ।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ১ম চারটা কলেজের কেউ না কেউ শহীদ আছে।
    এইটা ঐসব ক্যাডেট কলেজ সমূহের বন্ধ্যাত্ব যে ঐসব শহীদ দের নামে কিছু করা হয় নি।
    সরি।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    লজ্জাজনক হলেও সত্য এই লেখা থেকেই প্রথম হিটলু ভাইয়ের সম্পর্কে জানলাম। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. রাজীব (১৯৯০-১৯৯৬)

    মোস্তাফিজ ভাইয়ার ও তো ১ম পেইজে তিনটা লেখা।

    হেই এডজুট্যান্ট সাহেব হোয়াট আর ইউ ডুইং স্যার।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    মোস্তাফিজ ভাই ১ম পেইজে তিন নম্বর লেখা চলে আসলে বা দিলে এডুকে জানান সে পুরান একটা লেখা ২য় পেইজে সরিয়ে দিবে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।