কোন মন্তব্য নেই “হাসি”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    হাসিতে চন্দ্রবিন্দু নেই।
    আমি একটা জিনিস লক্ষ্য করলাম সিসিবির বেশির ভাগ লেখকেরই এ সমস্যা আছে -- যে কোন শব্দে হুট করে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে দেয়া। যেমনঃ হাঁড়, বাঁচাল, পঁচন, কুঁড়িয়ে।
    এবং এঁরা সবাই আমার প্রিয় ব্লগার। তাই আমার কষ্ট হয়। আপনার পোস্টে মন্তব্য করতে এসে প্রসংগটা উত্থাপন করলাম মোস্তাফিজ ভাই, রাগ করবেন না আশা করি।

    খুব হৃদয়গ্রাহী লেখা। একটু তাড়াহুড়োর ছাপ টের পেলাম।
    আপনার জীবনের কথা আরো বলুন। আপনার লেখায় শেকড়ের ছোঁয়া আছে -- উপন্যাসের লাইনে ভাবতে পারেন। সিরিয়াসলি।