কবিতাটা খুঁজছি

মুক্তিফৌজ আরও অনেক গুণী
যাদের কাছে আমরা ঋণী
নিরব এখন না ফেরাদের দেশে।
পতাকায় ঢেকে গান স্যালুট
বন্দনায় মুখর লাশের পাশে
ধূলো বা ছাই হবার আগে
তার কী বা দাম আছে !

আক্ষেপে তাই কবিতা হল
তোমাদের ইতিহাসে
বীর নেই শহীদ আছে।
সম্মান  না দিলে পরে
গুণী জন্মাবে না দেশে।
বেঁচে থাকতেই দাও সম্মান
মানুষ হও অবশেষে !

[কবি হাসান হাফিজুর রহমানের কবিতাটা খুঁজছি]

৬৫৩ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “কবিতাটা খুঁজছি”

  1. সামিউল(২০০৪-১০)

    খোঁজাখুঁজি করে কবিতাটার এই টুকু পেলাম ভাই......... 🙁

    (‘বীর নেই আছে শহীদ’,
    বই- “আমার ভেতরের বাঘ”)

    যখন একদিন শোকসভায় উঠবো আমি,
    করতালিতে নয়, অবিরাম দীর্ঘশ্বাসে
    মুহূর্তেই জান-ব হয়ে যাবো ফের।
    তোমরা বলবে বড্ড প্রয়োজনীয় ছিল লোকটা।
    এখন দরকারের ফর্দে আছি উদ্বাহু, ফিরেও তাকাও না।
    তোমরা বলবে, অপূরণীয় ক্ষতি হলো
    লোকটার তিরোধানে।
    এখন সকল ক্ষতি পুরিয়ে দিতে আছি এক পায়ে দাঁড়িয়ে
    ফিরেও তাকাও না।
    মড়া ছাড়া তোমাদের কিছুই রোচে না।
    তোমাদের হিসেবি খাতায়
    বীর নেই, শহীদ রয়েছে শুধু।

    বইটা খুঁজছি। পেলে আপনাকে পাঠিয়ে দিবো।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিউল(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।