মন্তব্য সংকলন

এক

একটি পারুল বোন

জেগে ওঠো সব ক্যাডেট,
সাত ভাই চম্পা।
রুপালী পর্দায়,
একটি পারুল বোন,
হাসনাইন শম্পা ।

( ০১.০২.২০১৪)

[ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট চিত্র নায়িকা শম্পা হাসনাইনের সমর্থনে]

দুই

২০১৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইতে ২৪ নং পৃষ্ঠায় গড় অংকের ৫নং উদাহরণে ক্রিকেট দলে উইকেট রক্ষক নাই। এ ভুলটি ধরিয়ে দিতে “উইকেট কিপার নাই” লিখি। বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষায় ক্ষমাহীন ব্যর্থতা অনভিপ্রেত কাকতাল মাত্র। আমি বাংলাদেশ ক্রিকেট দলের পাঁড় ভক্ত বা Fanatic Fan ! যাই হোক উক্ত পৃষ্ঠাটি দেখুন-

DSC03348

 

 

 

 

 

তিন

ক্রিকেট বিষয়ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া চাণক্য

ভারতবধ পদ্য

বিশ্বকাপ এশিয়া কাপ
করবি শুধু বাপ বাপ ।
সাকিব তামিম মুশি
উইলো চেরীর ঘুসি ।
সাদা হ্যাটে না পারলে
কাল হ্যাট পরব বস,
সংগী অ্যানোনিমাস।

চার

স্বরুপ প্রকাশিতে একটি হাইকু-

দালাল

“র” কিংবা “পাকি” নয়,
পুরোদস্তুর বাঙ্গাল।
আমি বাংলাদেশের দালাল।

সামিউল এটা দিয়ে বেশ কিছু ছবি তৈরী করে দিয়েছে । একটি দেখুন-

1622888_600533860018797_292109593_n

 

 

 

পাঁচ

আচ্ছা ?!

ফেলানী হাবু তপ্ত সীসা
বৃহত্তম গণতন্ত্র ।
সারে জাঁহা সে আচ্ছা ?!

[ফেলানীর ঝুলন্ত লাশ আর হাবুর অপদস্থ হবার ভিডিও দেখার প্রতিক্রিয়া]

ছয়

নিরবতা-র মন্তব্যে হাইকু  কি এবং কিভাবে লিখি তার ব্যাখ্যা-

হাইকু

তিন লাইনে নেশার মত
ভাবনা প্রকাশিত।
বনসাই কবিতা।

কেমনে ?

হঠাৎ ভাবনায় প্রসবি।
ভদ্রতার সুযোগ নিয়ে
সিসিবিতে প্রকাশি।

সাত

আলোকিত হোক

রাজাকারের জোট আর একতরফা ভোট
ইয়েস স্যার জগন্নাথ নিক
আলোকিত হোক সব দিক।

[২০১৩-এর মন্তব্য, সকলের সুবুদ্ধি উদয় কামনায়]

আট

প্রয়াস

ক্যানভাস তারপিন প্যাষ্টেল
প্রয়াসে গুরু আজিজুল।
ধন্য আরসিসি ডাইনিং হল।

1551647_591219387632424_23408569_n - Copy

 

 

[ রাজশাহী ক্যাডেট কলেজের ডাইনিং হলের ছবি দুইটির প্রতি বিশেষ দুর্বলতা থাকায় ব্যানার তৈরী করি এবং সিসিবিতে পেশ করি। আশা করেছিলাম ডিসেম্বর ২০১৩ এর কোন একদিন প্রকাশ হবে। এখনও প্রকাশ হয়নি।সেই দুঃখে এই হাইকু এবং ছবি ফেসবুকে প্রকাশ করি। তেমন সাড়া না পড়ায় বুঝলাম ব্যানারটা চলে না। ]

নয়

ফেসবুক থেকে

একবিংশ শতাব্দীর উপলব্ধি-
সুশীল নিউট্রাল হইলেও পরিত্যাজ্য

[ জিহাদ তরফদারের চাবুকসম মহাকাব্যিক ছড়া “মরলে হিঁদু” পড়ার পর]

মামুনুর রশীদ খানের স্ট্যাটাস এত ভাল লেগেছে শেয়ার করতে ইচ্ছা হল-

১] মশাগুলা স্মোকার হইয়া গেছে। ডেইলি ধোঁয়া খাইতে রুমে আসে। কলিকাল; ঘোর কলিকাল….. — watching মশক সমাজের নৈতিক অবক্ষয়.

২] অনৈসর্গিক অবৈতনিক ক্রীতদাস।

৩] পিছের রিকশায় মেয়েটারে দেখছস?
-ক্যান কি হইছে?
-পুরা পাকিস্তানিগোর মত।
-কস কি!?? এত্ত সুন্দর?!!
-না!! এত্ত বেহায়া!!!

সামিউল ইসলাম সজিব এর এই স্ট্যাটাসখানাও দারুণ-

“ভুলভাল কিছু ইচ্ছে আছে আমার। একান্তই আমার নিজস্ব।


খুব ইচ্ছা করে যাকে খুশি, মুখে যা আসে বলে দিতে। ভদ্রতা নামক কস্টিউম পড়ে থাকতে থাকতে আমি ক্লান্ত।

>শূন্য পকেটে, মোবাইল বন্ধ রেখে একদিন হাঁটতে ইচ্ছা করে; যতদূর চোখ যায়।

>খুশি হলে প্রান খুলে হাসতে, কষ্ট পেলে হু হু করে কাঁদতে, রাগলে মুখ গোমড়া করে থাকতে আর ভয় পেয়ে চমকে উঠতে চাই।

অনুভূতিগুলো মরে যাচ্ছে দিন দিন। তাদের বাঁচিয়ে রাখতে চাই। ”

হারুনকে পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত আমিই মন্তব্য সংকলন প্রকাশ করলাম।বটম লাইন –
আমিই গেজেটেড আইলসা ।

৩,০৪২ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “মন্তব্য সংকলন”

  1. মজিদ (৮৪-৯০)

    ভাইয়া, একজন এক্সক্যাডেট হিসাবে আপনার ভাবনার জগতে বারবার উড়তে ইচ্ছা করে । কিন্তু ডানা ভাংগা পাখির মত ছটফটানি ওখানেই বারবার নিস্তেজ হয়ে যায়।চোখ মেলে দেখেও মস্তিষ্ক আর কাজ করেনা। আপনার লেখা গুলো পড়ে নিজেকে নিয়ে ঘুরে ফিরি স্বপ্নের জগতে। সেখানে নতুন করে বাঁচার সাধ থাকে । মৃদু স্বরে বলে উঠি-

    জেগে ওঠো বাহে, জেগে ওঠো


    Truth is beauty, beauty is truth.

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।