উইকেট কিপার নাই

উইকেট কিপার নাই

একেতো ভেতো বাঙ্গাল, তার উপর ঝিঁঝী পাগলা । আদুরে মেনি বেড়ালের নাম রেখেছে টাইগার। লংকার সিংহের গর্জনে হালুম না করে মিঞ মিঞ করে গাছে উঠছে। পুসি, পুসি, অন্তত ভাল করে ঝিঁঝীতো ধর। মান সম্মান সব গেল বুঝি । পুরোনো মনিব এখনো শাসাচ্ছে, প্রতিবেশী দাদা দাদাগিরী করছে আর বেজন্মা বান্দরের গুষ্টির কথা বাদই দিলাম। সপাং সপাং বেতের আওয়াজ পাচ্ছি । পাছার কাপড় বোধ হয় উড়েই যাবে। সোনা ভাই আমার জলদি কিছু কর। আমি যে সপন দেকেচি, কিউই হোয়াইট জুতার পালিশে পড়শী দাদার চাঁদবদন ফকফকা সাদা হয়ে গিয়েচে।ধর, সপনডা যদি কলাম সত্য হয়, আমি খ্যাক খ্যাক করে হাঁসব।তোগের জন্য যদি কলাম সাকিব গাজীরা আবার ছড়ি ঘুরানোর চান্স না পায়, আমি কলাম কাঁদব।কানা ছেলের নাম পদ্মলোচন এই খোঁটা আর কত শুনবো বল ? বউ তো পিরায় বুলে খেলা দেকে টেকা পাও ? শেষ বল তক দেকার দরকার কি ? পারলে মেনির গা থেকে বাঘের জামাডা খুলে ল্যাও ।আমি আর কি কব ? ঝাড়ি মারি- আরে টুকনি, উইকেট যখন হাতে এখনও চান্স আছে ! আজকে বউ কল, উইকেট আছে ? কিলাস ফাইভের অংক বই  দেখ মিনসে। উইকেট আচে ? একটা দল নাকি ক্রিকেট খেলতে গেছে, ছয়জন ব্যাটসম্যান আর চারজন বোলার ।গড় অংকের ৫ নং উদাহরণ দেখ মিনসে। হাতে উইকেট থাকপে কি করে ? দলে তো উইকেট কিপার মানে উইকেটরক্ষক নাই ! বই দেখি । অ্যাঁ, তাইতো । উইকেট কিপার বইতে না থাকলে কী হবে সোনা ! আমাদের মুশি কিন্তুক মুষিক লয় ! রয়াল বেঙ্গল টাইগার ! হুঁ ! সপনই দেখ মিনসে । টিভি বন্ধ করে বাজারে যাও । রান্না করতে হবে । খালি খেলা দেখলে পেট ভরবে ?

২,০০০ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “উইকেট কিপার নাই”

  1. শাহীন (৯৬-০২)

    মোস্তাফিজ ভাই আপনার লেখা ধার নিলাম.......

    সপাং সপাং বেতের বাড়ি
    পাছার কাপড় যাবে উড়ি
    দাদার চাদবদন সাদা ফকফকা
    সাকিব গাজীদের জন্য কেদে আকাটা
    ব্যাট আছে, আছে বল
    সত্যি তো বলবিনা, তো এখান থেকে চল
    সবই আছে আমার
    শুধু নেই শালার উইকেটকিপার


    The Bond Cadet

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      থ্যান্কস :boss: :boss: :boss: মানিপেনিই কি সমস্যা :-/

      পলিমাটির মতো :just: নরম
      উইকেট রক্ষা করতে শরম : x-(
      আমাদের জন্য অনুর্বর 😡
      অন্যদের জন্য উর্বর ~x(
      সুজলা সুফলা। :-B
      তবে কি বীর্যের দোষ :-/
      ধুস-শালা :gulli2: :duel: :brick: :bash: (সম্পাদিত)


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।