প্লেটনিক ডগারেল

আমার বাবা ব্যর্থ প্রেমিক,
তোমার বাবাও ব্যর্থ।
হয়তো বা সেই কারণেই
প্রথম আবেগ দ্ব্যর্থ।

মুসলমানের পোলা,
প্রেমিকার মা চাচী, মামী
ফুফু  কিংবা খালা।
ধারার বাইরে যেতে
জিউকে অবহেলা।

প্যারিস রোড আর পশ্চিমপাড়া
যেন ছিল ব্রাত্য।
মায়াবী চোখ মিষ্টি হাসি
বাঁকানো মুখ দেখতে হলাম আর্ত।

কেনিয়া বধ কানে শুনি
কল পাঠিয়ে প্রহর গুনি
কত যুগ যে কেটে গেল
পাষান তোমার মনটি গলে
হলের গেটে আসবে
মুক্তো ঝরা হাঁসবে।

বিশ্বাস কি করবে তুমি জনেমন ?
শবে বরাতে চেয়েছিলাম
না পাই  যেন টুম্পার মন।

বেশ কটা দিন ঘোরের মাঝে
নিউরনে অমানিশা।
রসায়নের খাতা ফাঁকা
রিক্তা!

ডাব্বা মারার অন্তরালে
তুমিই, যখন জানলে
আরও ব্যথা দিয়ে বললে
এটা একটা কথা !
আমার কি দোষ ?!

দোষটা তোমায় কেউ দিবেনা
স্পিডব্রেকার।
ধাক্কা খেয়ে হয়ে গেল
ম্যাসাকার।

মুন্নুজানের গেটে
যুগযুগান্তর আহ্বান চিরকুটে
একটা চিরকুট পায়ের তলে
আফরোজা যেন আমারেই দলে।

কোমলমতি পাঠদানে
কোমল হৃদয় ভেঙ্গে
হঠাৎ উধাও!

অপেক্ষার যুগাবসানে জানালে সুলতানা
বিদায় মতিহার চলে যাচ্ছি
ফিরে আসবনা।

বিদায় বেলায় জানিয়ে দিলাম
উপহারে প্রার্থনা।
এডমিট কার্ড পরীক্ষার
আদ্দেক বাকি
আর দিবনা।

ডাব্বা মারার সন্দেশ তো আগেই বাসি
রেলগাড়ী থেকে নামলাম আসি
মিথ্যা করেও বললে নাকো
ভালবাসি।

১,৬৭২ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “প্লেটনিক ডগারেল”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    বাঙালি নিয়ে কোথায় জেনো পড়েছিলাম,
    বাঙালি প্রথম প্রেম করে কাজিনের সাথে।
    প্রথম সঙ্গম করে কাজের মেয়ের সাথে।
    প্রথম মদ খায় বন্ধুর পয়সায়।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    পুলাপানের যন্ত্রণায় ১ম হইতে পারি না। কিন্তু এইবার ফাষ্ট হইছি। :((


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. মোকাব্বির (৯৮-০৪)

    নাহ প্রথম হওয়ার আন্তর্জাতিক খেলাধুলা থেকে অবসর গ্রহণ করতে হবে। বয়স হইসে। টাইমজোনের সুবিধা থাকা সত্বেও ফর্মে ফেরত আসতে পারতেসিনা। কবিতাখানা পড়তেই ভালো লাগতেসে!

    দোষটা তোমায় কেউ দিবেনা
    স্পিডব্রেকার।
    ধাক্কা খেয়ে হয়ে গেল
    ম্যাসাকার।

    মধু মধু মধু! :teacup:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।