নয়টি হাইকু আর একটি ক্ষুদে ছোট গল্প

শীতের রাতে

খুন করে মাকড়সা বুঝলাম হায়,
একা আমিই জেগে আছি
পৃথিবী ঘুমায় !

Game

Burning vehicles,
Loss of lives.
Blame game continues !

অবরোধ

বাস ট্রেন লঞ্চ
আগুন লাশ।
অহিংস অবরোধ !

Ants

Fighting ants cutting each other’s head.
Who cares !
Big in number wins.

পিঁপড়ে

দেখেছ পিঁপড়ের লড়াই ?
মরণ কামড় শেষে
অবশিষ্টের জয় !

FF

Freedom fighter convicted
For mutiny.
Fifth state changes color.

স্বদেশ

মুক্তিযোদ্ধা দেশদ্রোহী,
রাজাকার রাজা।
দেখ গণতন্ত্রের মজা !

নেলসন ম্যান্ডেলা

দুই যুগের বন্দীর উপহার
রেইনবো আফ্রিকা।
সেলাম তোমায় নেলসন ম্যান্ডেলা, মাদিবা।

পলাতকের ভাষন

হাত পা মাথা ভাল থাকলে
ওরাও পালাতো।
ঐ শতখানেক মেডেল আমার নয়া দেশের হত।

ফিরিঙ্গি বাংলা

রাস্তায় ঘুরছিল অপু। হঠাৎ চাপরাশি বলল- ও অপু, ফুলটন সাহেব তোমাকে দেখা করতে বলছেন। ঐ যে ওখানে, বাংলোতে যাও।
“হুকুমদার, পান্ডার পো”
প্রহরীর কথায় অবাক হল অপু। সে তো হুকুমদারও নয় আবার পান্ডার ছেলেও নয়। তা হলে কি বললো প্রহরী ?
সাহেবের রুমে ঢুকে আবারও থমকে দাঁড়াতে হল। উনি বলছেন-
There was a brown crow.
বাদামি কাক ! তা ও কি সম্ভব ?!

১,৩৯৩ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “নয়টি হাইকু আর একটি ক্ষুদে ছোট গল্প”

  1. সামিউল(২০০৪-১০)
    মুক্তিযোদ্ধা দেশদ্রোহী,
    রাজাকার রাজা।
    দেখ গণতন্ত্রের মজা

    এইডা বেশি ভাল লাগছে। অন্য গুলোও অনেক সুন্দর।

    ভাই, "There was a brown crow." এইটার মানে হয়- "দরওয়াজা বন্ধ কর"। ঠিক আছে???

    আর- “হুকুমদার, পান্ডার পো” এইটার মানে বলতে পারলাম না। 😀


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. হারুন (৮৫-৯১)

    কবিতা নেই

    মহারাজ্যে রাজা নেই
    লোডশেডিং, আলো নেই
    মোবাইলে কার্ড নেই

    দীক্ষাগুরুর শিক্ষা নেই
    ফাগুনের তপস্যা নেই
    আগুনের তাপ নেই


    শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সবথেকে ভালো লেগেছে স্বদেশ। বাংলার চেয়ে ইংরেজীগুলো যেন আরো ভালো মনে হলো।

    প্রথমটা কিছু বুঝিনি, বোধহয় বোঝার কিছু নেই বলেই -- তবু ছবিটাই সুন্দর লাগলো। আপনি কি ব্যাখ্যা করবেন কি বোঝাতে চাইলেন মাকড়সা খুন করার কথা বলে?

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।