নদী ভাঙ্গনে হুমকির মুখে রাজশাহী ক্যাডেট কলেজঃ ফলোআপ

রাজশাহী ক্যাডেট কলেজকে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের প্রাথমিক কাজ শুরু করেছে। নদী ভাঙ্গনের খবর ফেসবুকে পেয়ে ব্লগ লিখেছিলাম। ব্যস্ততার জন্য দেখতে যেতে পারিনি। গত ১১.১০.২০১৩ তারিখ শুক্রবার একটু সময় পেয়ে চলে গেলাম রাজশাহী ক্যাডেট কলেজের সামনে পদ্মার ধারে। ‘নিরিবিলি’ আর ‘অবলোকন’-এর মাঝখানে বাঁধানো ঘাট। সিড়ি দিয়ে প্রায় তিন তলা সমান নীচে নামা যায় ( পড়ুন নামা যেত )। সিড়ির প্রায় তিন চতুর্থাংশ ভেঙ্গে গেছে। ক্যাডেট কলেজ এলাকার পূর্ব ও পশ্চিম প্রান্তেও বাঁধ ভেঙ্গেছে।

ঘাটে একটা সতর্ক বার্তা- বিপদজনক, নীচে নামবেন না। নদীর পাড়ে তিন জায়গায় কয়েকশ ছাই রংয়ের বস্তা । শুক্রবার বলে অল্প কয়েকজন কাজ করছে। ভাবছি কম্বলের বস্তায় বালি ভরে ফেলছে, কয়দিনই বা থাকবে ? পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা জানালেন ছাই রংগা বস্তা গুলো GEO ব্যাগ। ব্যাগ গুলোর আয়ুষ্কাল প্রায় ১০০ বছর। পাড় ভেংগে যে গর্ত হয়েছে তা বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে ভরাট করা হবে। সাড়ে চার হাজারের বেশি জিও ব্যাগ ফেলা হয়েছে। আপাতত ভরাট কাজ চলছে। পানি কমে গেলে পরবর্তী ধাপের কাজ গুলো করা হবে।
অপেশাদার হাতে তোলা কিছু ছবি দেখুন।


ক্যাডেট কলেজ এলাকার বাইরে পূর্ব দিকে পদ্মা থেকে বালি তুলে জমা করে রাখা হয়েছে অনেকখানি এলাকা জুড়ে।

এভাবে বালি তোলাটা বাঁধ এর ক্ষতি করে কি না কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবেন আশা করি।

১,২৭৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “নদী ভাঙ্গনে হুমকির মুখে রাজশাহী ক্যাডেট কলেজঃ ফলোআপ”

মওন্তব্য করুন : মোকাব্বির (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।