বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হোক

গত ২৫/০৩/২০১৩ তারিখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫জন বীরাঙ্গনাকে সংবর্ধনা ও অনুদান দেওয়া হয়।বীরাঙ্গনা/বীরকন্যারা হলেন- মমতাজ বেগম, আয়জান বেওয়া, রহিমা বিবি, আঙ্গুরা বিবি এবং ফিরোজা বিবি। চেষ্টা নামে ঢাকা কেন্দ্রিক একটি নারী সংগঠন উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজটি করেন। অনুষ্ঠানে ‘চেষ্টা’-র প্রতিনিধিত্ব করেন সেলিনা বেগম শেলী, লাইলা নাজনীন হারুন, রাফেয়া আবেদীন, আনিছা কবির এবং শ্যামা কবির। বীরকন্যাদের নিয়ে সম্ভবত তারাই প্রথম কিছু করার চেষ্টা করছেন।এ জন্য তাদের ধন্যবাদ জানাই। মু্ক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে কিন্তু বীরকন্যাদের কথা আমরা কতটুকু ভেবেছি।স্বাধীনতার জন্য তারা যে চরম মূল্য দিয়েছেন তার মূল্যায়ন করিনি।বীরাঙ্গনাদের সঠিক তালিকা প্রস্তুত করে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হোক।স্বাধীনতা দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে এই আমার প্রত্যাশা।

পুঠিয়া উপজেলার ৪ জন বীরাঙ্গনা

১,০১০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হোক”

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।