উপজেলা ওয়েব সাইটে রাজশাহী ক্যাডেট কলেজ

স্বাগতম। আমি  জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্ক এর আওতায় উপজেলা ও ইউনিয়ন পোর্টাল প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণ নিযেছি। সব জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল তৈরীর কাজ চলছে। এ কাজে হাত দিয়ে দেখলাম কলেজ, হাইস্কুল, মাদ্রাসাসহ অনেক রকম প্রতিষ্ঠানের তখ্যই পোর্টালে রাখার ব্যবস্থা রয়েছে কিন্তু ক্যাডেট কলেজ-এর কোন অস্তিত্বই নেই। রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ  ::salute:: এবং চারঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় উপজেলা ওয়েব সাইটে রাজশাহী ক্যাডেট কলেজ যুক্ত করেছি। charghat.rajshahi.gov.bd এই ওয়েব সাইটের প্রথম পাতায় প্রধান মেনুতে রাজশাহী ক্যাডেট কলেজ যোগ করা হয়েছে। আমি মনে করি যে জেলা/উপজেলায় ক্যাডেট কলেজ রয়েছে তার পোর্টালের প্রখম পাতাতেই সংশিষ্ট ক্যাডেট কলেজের লিংক থাকা উচিত। একমত হলে কিছু করুন।  আমার প্রথম ওয়েব ডায়েরী পড়ার জন্য ধন্যবাদ।

৬৪৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “উপজেলা ওয়েব সাইটে রাজশাহী ক্যাডেট কলেজ”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    তোমার সবচেয়ে পুরনো লেখাটা বের করে পড়লাম। আরো কয়েকজনেরটা পড়েছি ও পড়বো বলে আশা করছি। বলতেই হয়, যে তুমি একটা কাজের কাজ করেছো। তোমার দেখিয়ে দেওয়া পথ ধরে আর কেউ নিজের প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট উপজেলার পোর্টালের প্রখম পাতাতেই বসাতে এগিয়ে এসেছে কিনা জানিনা। আমার কলেজের ব্যাপারটা জানতে উৎসাহী হয়ে তোমার দেয়া সূত্র অনুযায়ী mirzapur.tangail.gov.bd তে গিয়ে সেখানে এমসিসি'র কোন ছবি দেখলাম না। আশাকরি, এ ব্যাপারে যদি কিছু করার থাকে, তবে কোন তরুণ তুর্কী এখনো হয়তো এগিয়ে আসতে উৎসাহী হবেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।