পরিত্যক্ত ভালোবাসা

পরিত্যক্ত ভালোবাসা

বিক্ষিপ্ত রংগুলো ছড়িয়ে পড়ে –
খয়েরী আকাশ হঠাৎ আঁধারে ছেয়ে গেল ।
আমার সত্তার বিপরীত অস্তিত্ব আড়মোড়া ভেঙ্গে
দাঁড়িয়ে থাকে আমার ইচ্ছের বিরুদ্ধে ।

ঘৃণা অথবা ভালোবাসা –
কোন অনুভূতিই আজ আর বিক্ষিপ্ত নয় ,
শুধু জানি আমার ভালবাসা মিথ্যে ;
মিথ্যে অনুভূতির বেড়াজাল –
ছিঁড়তে ব্যর্থ হই বারবার ।
পাশবিক ভালবাসার মিথ্যে ভাবাবেগ ।

আমি চাইনি আমার অতীত আমায় গ্রাস করুক ;
ব্যর্থ সেই প্রয়াসের বিশ্রী স্মৃতি –
আজও নাড়া দেয় ,
মস্তিষ্কের অনুরণন ঘটে দেহের প্রতিটি কোষে ;
আমি আর আমার শ্যাওলা জমা সময়ে –
আমার পরিত্যক্ত ভালোবাসা।

১,১৪৩ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “পরিত্যক্ত ভালোবাসা”

মওন্তব্য করুন : মুনতাসির (২০০৫-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।