কবিতা লেখা বন্ধ হয়েছে

তুমি আর কবিতা লিখবেনা ,
তোমার কাব্য প্রতিভা বন্ধ হউক এ মুহুর্তেই ।
নয়তো ওরা আসছে –
তো্মার হৃৎপিন্ড খাবলে ছিঁড়ে ফেলবে ওরা ,
তুমি বরণ করবে নগ্ন চাপাতির ৮টি আঘাত ,
নির্ঘাত মৃত্যু হবে তোমার –
হয়ত দিনটি আগামী ২৭ ফেব্রুয়ারি ;
বাংলা একাডেমির প্রধান ফটকের সামনে ।

হুমায়ুন আজাদ কে কি মনে পরে তোমার ?
২৭ ফেব্রুয়ারি , ২০০৪ ; রাত ৮ টা ২২ মিনিট ?

তাই কবিতা লেখা বন্ধ কর ,
নষ্ট হউক তোমার কাব্য প্রতিভা ।
তোমার কবিতা লেখার খাতা ,
স্পাইরাল বাইন্ডিং এ জড়ানো সুন্দর মলাট ;
পুড়িয়ে ফেল । নষ্ট করে দাও প্রতিটি পাতা ।
শামসুর রাহমান কে মনে পড়ে তোমার ?

স্বাধীনতা নিয়ে আর কবিতা লিখবেনা তুমি ,
অজর কবিতা কিংবা অবিনাশী গান সবই এখন উদ্ভট ।
রুদ্ধ কারাগারে বসে প্রেমিকার জন্য কবিতা আর লেখো না তুমি ,
থামিয়ে দাও এ মুহুর্তেই যুদ্ধাপরাধীদেরকে ধর্ষণ করে কবিতা লেখা ।
কারণ এবার চাপাতি নয় , হয়তো একটি গ্রেনেড ;
এবার তুমি একা নও , সাথে বইমেলায় আসা প্রায় দুশো মানুষ –
রক্তে ভেসে যাবে বাংলা একাডেমি প্রাঙ্গন ।

তোমার ফাউন্টেইন কলমের কালিগুলো ফেলে দাও ,
ছিঁড়ে ফেল কবিতার খাতাও ,
আজ থেকে অন্যায়ের প্রতিবাদ করবেনা তোমার কলম –
কারণ তোমার আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে ।

***************

কবিতা লেখা বন্ধ হয়েছে ।

**************

ধন্যবাদ এবং সাধুবাদ ওদেরকে –

ক’জন সফেদ পাঞ্জাবী পরা দান্তব জানোয়ার ,
এ দেশকে ছিঁড়ে খুবলে ধর্ষণ করে রক্তাক্ত করে ফেলবে ;
তারপর আতর মেখে টুপি পরবে , সুরমা লাগিয়ে
জোট সরকারের চেয়ারে বসে হাত বুলাবে সাদা দাঁড়িতে ;
কিংবা বক্তৃতা দেবে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপনের সেমিনারে ।

তুমি কিন্তু ভুলেও কিছু লিখবে না ,
অথবা চাইলেও লিখতে পারবেনা –
তোমার চোখ ওরা উপড়ে ফেলেছে ধারালো ছোরা দিয়ে ;
জিহ্বাটাও কেটে দিয়েছে ,
চাপাতি দিয়ে তোমার দু’হাতের আঙ্গুলগুলোও কেটে ফেলা হয়েছে ,
কবিতার খাতাটা দাউ দাউ করে জ্বলছে ।

ওরা স্বার্থক । সাধুবাদ ওদেরকে ;
সাধুবাদ তোমার ধর্ষিতা দেশের স্বার্থক ধর্ষকদের –
আবার ধর্ষণ হবে প্রতিনিয়ত , প্রতি মুহুর্তে ;
কারণ কবিতা লেখা বন্ধ হয়েছে ।

১,৭১১ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “কবিতা লেখা বন্ধ হয়েছে”

  1. সাব্বির (৯৮-০৪)

    ওয়াও!!!
    কবিতা বুঝি কম। তাই কতো ভালো হয়েছে বলতে পারবো না। রইস উদ্দীন এর মতো বলা যায়, "ভালো ছিলো, আরো ভালো হওয়ার অবকাশ ছিলো"।
    বিষয়বস্তুতে :thumbup: ।
    কিপ ইট আপ।

    জবাব দিন
  2. মশিউর (২০০২-২০০৮)

    আমাগো কলেজের দেখি । তুমি কোন হাউসের ? চিনবার পারলাম না । রংপুর ট্যাগ কইরা দিও । আর এক কবিতা দুই বার লিখস মনে হয় । যাই হোক ব্লগে স্বাগতম। :frontroll: চালাইতে থাকো ।

    জবাব দিন
    • লুবজানা (২০০৫-২০১১)

      মামা তুই... ও তো তোরে ছ্যাঁকা দেয় নাই...আর শালা খালি ভাব মারো... মরোনাই তো! আচ্ছা, সুইসাইড করার চেস্টা কি তোদের কলেজের ফ্যাশন?? :-/ :-/


      নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!

      জবাব দিন
      • মামুন (০০-০৬)

        এই কাজটা মোটেও ঠিক হইলো না x-( x-( x-(
        সিসিআর নিয়ে এইসব কথা সহ্য করতে পারছি না :gulli2: :gulli2:
        ভবিশ্যতে এই ধরনের কথা বলা হলে কিন্তু কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে :chup: :chup: :chup:
        ২/১ জনের ব্যক্তিগত সমস্যার কারনে ছোটবেলায় এক-আধটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু তার জন্যে কোন কমিউনিটি কে নিয়ে ঢালাও ভাবে ভুল মন্তব্য করাটা কি উচিত??? 😡 😡 😡

        জবাব দিন
  3. মামুন (০০-০৬)

    আরি সিসিআর পোলাপাইন দেখি বিয়াদ্দপ হইয়া যাইতেসে ~x( ~x( ~x( :gulli2: :gulli2:
    আমার কলেজের পোলাপাইন :frontroll: দিয়াও খুশি হয়.......
    খাড়া তোরে কলেজে যাইয়া কোপাইতেসি :chup: :chup: :chup: :chup:
    কবিতাটা মনে হয় ভালোই ছিলো :thumbup: (আমি আবার এইসব উচ্চমার্গীয় কথাবার্তা কম বুঝি 😀 😀 )

    জবাব দিন

মওন্তব্য করুন : মশিউর (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।