প্রথম পোস্টঃ রক্ত গোলাপ

আমার প্রথম পোস্ট।
কোয়ালিটি আর কোয়ান্টিটি’র ধাক্কাধাক্কিতে ভয়, আবার ব্লগে অতি সুন্দর লেখাগুলি দেখে নিজের মাঝে কিছূ লেখার জন্য এক ধরনের
চুল্কানির চাপ, এই দুই এর মাঝে পরে বেশ কিছুটা চিড়ে-চেপ্টা অবস্থায় ছিলাম। পরে ভাবলাম “যা থাকে কপালে, আমরা আমরাই তো!”
খাওয়া এবং হজমের দায়িত্ব আপনাদের।
(আমি জানি ৯৪-০০ ইনটেক আমার সাথে আছে!)

রক্ত গোলাপ

লাল কি শুধু গোলাপ মানায় ?
টিপের লালে সিন্ধু খুজি
সিথিঁর লালে স্বপ্ন
তোমার গোপন গহীন লালে
অস্ট প্রহর মগ্ন।

লাল কি শুধু গোলাপ মানায়?
লজ্জা রাঙ্গা আবীর গালে
স্বপ্ন আমার রাঙ্গিয়ে তোলে
সবুজ মাঝে বৃত্ত লালের
শুন্যে আমার স্বদেশ দোলে।

লাল কি শুধু গোলাপ মানায়!
মানায় না কি?
উর্বশীদের হাতের মাঝে,
অবহেলায় উপড়ে নেয়া
রক্ত ঝরা হৃদয় আমার !

৬,৪৭৯ বার দেখা হয়েছে

১১০ টি মন্তব্য : “প্রথম পোস্টঃ রক্ত গোলাপ”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    '৯৪ ব্যাচ :thumbup:
    সিসিবিতে স্বাগতম দোস্ত।

    কবিতা ভালো হইছে ।
    নিয়মিত লিখতে থাক।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)
    অন প্যারেড
    সদস্যঃ ৫ অতিথিঃ ৮

    * আরিফ (১৯৯৪-২০০০)
    * কামরুল হাসান (৯৪-০০)
    * মনসুর আহমেদ (৯৪-০০)
    * কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    * রবিন (৯৪-০০/ককক)

    আইজকা কাইয়ুম ভাইরে একলা পাইছি।
    ভাইজান কেমন আছেন? ;;;


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    মামা, তুই যার কমেন্টের জবাব দিতেছিস তার কমেন্টের নিচে দেখ 'জবাব দিন ' অপশন আছে। ওইটাতে ক্লিক কইরা বক্সে লিখিস। তাইলেই হবে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রেশাদ (৮৯-৯৫)

    "উর্বশীদের হাতের মাঝে..."
    "দোস্ত,ওদের হৃদয় নিয়া টানাটানির সময় নাই, সোজা হাত ধইরা টান দেয়!"

    কোথায় জানি মিল মিল পাইলাম... =))

    তয় লাইবেরিয়ার মাইয়াগুলারে উর্বশী কইতে বুকের পাটা লাগার কথা।

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)
    তোমার গোপন গহীন লালে
    অস্ট প্রহর মগ্ন।

    😀 😀 😀


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আরেকটা?? এরা গন্ধ পায় কৈ? সাম্প্রদায়িক, চরম.... চরম!! '৯৪ আর '৯৯ নিয়া তো দেখি বিপদ......... এরা তো রীতিমতো পিপড়া!!!

    তা মনসুর ভাইয়া, তোমাকে কেউ সিসিবির নিয়মকানুন শিখায় নাই? তোমার দোস্তরাও কিছু কয় নাই? কবিতা-টবিতা পরে, আগে ১০টা :frontroll: কুইক!! বুঝছো, সিসিবির সম্মানটাই আসল :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম মনসুর ভাই...

    নাহ... ৯৪ ব্যাচ দেখি বেশি আগায়া যাইতেছে... কতদিন আমাগো নতুন কেউ আসে না 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম মনসুর ভাই...

    নাহ... ৯৪ ব্যাচ দেখি বেশি আগায়া যাইতেছে... কতদিন আমাগো নতুন কেউ


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে স্বাগতম মনসুর 🙂
    হাত পা সব খুইল্যা লেখতে থাকো, লাইবেরিয়ান পার্টি কিন্তু অইখানে থাকনের সময় ব্যাপক লিখে, যদিও দেশে আইসা সব ভুইলা যায় 😡
    নিয়মিত দারুন সব লেখার প্রত্যাশায় রইলাম 🙂


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  10. ইউসুফ (১৯৮৩-৮৯)
    (আমি জানি ৯৪-০০ ইনটেক আমার সাথে আছে!)

    প্রথম পোস্টেই সাম্প্রদায়িকতা....লাইবেরিয়ায় তোমার সেক্টর কমান্ডার কে? 😡 😡 😡

    অনটপিক: কবিতাটা খুব ভাল লাগল।

    জবাব দিন
  11. জাফর (৯৫-০১)

    মনসুর ভাই / স্যার, স্বাগতম। লেখা খুব ভাল লাগল। চালায়ে যান জেসিএসসি কোর্সমেট। 🙂 :thumbup:

    লাল কি শুধু গোলাপ মানায়?
    লজ্জা রাঙ্গা আবীর গালে
    স্বপ্ন আমার রাঙ্গিয়ে তোলে
    সবুজ মাঝে বৃত্ত লালের
    শুন্যে আমার স্বদেশ দোলে।
    জবাব দিন
  12. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া ব্লগে স্বাগতম। আমি ৯৬ ব্যাচ তাও সাথে আছি। ব্লগে ৯৪ আর ৯৬ এর একটা তথাকথিত যুদ্ধ আছে যার আহবায়ক হচ্ছে ফয়েজ ভাই। মাঝে মাঝেই উনি যুদ্ধ ডাক দেন। যাই হোক তাও দেখেন ৯৪ একজন বাড়াতে আমরা কত খুশি। অসাম্প্রদায়িক মনোভাব দেখায়া ৯৬ ব্যাচ মহৎ হয়ে গেল রে , চোখে জাস্ট পানি চলে আসল।

    জবাব দিন
  13. মোস্তফা (৯৪-০০)

    মনসুর কে ২ বার thanks.
    ১। জোস ১ টা কবিতা উপহার দেবার জন্য
    ২। আর আমার Password কামরুল কে দি্য়ে reset করে দিবার জন্য।
    বাংলা লেখা খুবি কঠিন । ৩ টা ইংরেজি লিখার জন্য দুঃখিত। :frontroll:
    ইনশাললাহ নেক্সট টাইম ঠিক হবে।

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।