সহজিয়া-২

আই,ইউ,টিতে শেষ কিছু দিন কাটাচ্ছি।এইতো আর মাত্র কিছু দিন,তার পরেই আবার দিকভ্রান্তের মতো ছোটাছুটি করতে হবে।কি করব কিছুই জানি,কি হবে সেটাও জানি না।কলেজ থেকে যখন বের হলাম যেমন অনুভূতি হয়েছিল এবার ও একই অনুভুতি।সামনের দিনগুলির কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে।কতই না মজায় ছিলাম!
আমি এমনি খুব বাসা পাগল।কলেজেও ছিলাম, এখন ও আছি।এখনো আই,ইউ,টি গেলে কবে বাসায় আসবো সেই চিন্তায় বিভোর থাকি।কলেজর শেষের সময়টায় আমার খুব মন খারাপ থাকতো।মায়াটা খুব বেশি বেড়ে গিয়েছিল বোধ হয়।টি ব্রেকের বাশি যখন পড়ত তখন ১ নাম্বার রূমের পাশে দাড়াতাম আর জুনিওরদের ফলিন যাওয়া দেখে মন খারাপ হয়ে যেতো।এত দ্রুত কিভাবে যে সময় টা গেল বুঝতেই পারলাম না!
আই,ইউ,টি থেকে চলে যাব-এই কথায় আগে বোধ হয় আমি সবচেয়ে খুশি হতাম।কিন্তু ইদানিং জানি কি হয়েছে আমার?চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে যায়।এখানে এসে আমার কখনোই মনে হয়নি যে কলেজের পোলাপাইন থেকে দূরে আছি।আমাদের কলেজের আমরা আছি ১০ জন।পুরা কুমিল্লা গ্যাং।আর যেদিকে তাকাই খালি ক্যাডেট আর ক্যাডেট!
পোলাপাইন সবাই সমানে gre,ielts এর জন্য পড়ছে,সবাই খালি দেশের বাইরে যাইতে চায়।আমার জানি কেনো কিছুই ভাল লাগে না।মন খারাপ থাকলে রুমের সামনের বারান্দায় গিয়ে আকাশ দেখি।কত বিশাল আর কতো সুন্দর নীল আকাশ।আর আমি?

১,৫৩৭ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “সহজিয়া-২”

  1. :-B :-B :-B
    ইয়ে মানে... মঞ্জুর, আমার মনে হইলো তুই নাগরিক বিষণ্ণতায় আক্রান্ত...
    :-B :-B :-B

    ফিরে এসো আমাদের দলে (আমার দলে), যেখানে হারাবার কোন ভয়, শংকা নেই। যা আছে-- তা শুধু রিক্ততা থেকে পূর্ণতার পথ...... 😀

    দোস্ত, এই জাতীয় লেখা আমার বড়ই ভালো লাগে... :hug: :hug: ঢং করে কিছু হতাশা-- আসলে সেইটা ভাবস B-) 😉 😉 😉

    (তোর একাধিক পুরোনো বন্ধুদের কাছে তোর হিষ্টুরি শুইন্না সেইরামি মনে হইছে 😀 😀 )

    জবাব দিন
  2. আহ্সান (৮৮-৯৪)

    মঞ্জুর,
    প্রকাশ করার ভঙ্গি ভালো লেগেছে। আবেগের বহিঃপ্রকাশ অকৃত্রিমভাবে ফুটে উঠেছে।
    ফয়েজ ভাই'র মত আমিও বলবো, ব্যাপার না...জাস্ট স্টে ইন দ্য ট্র্যাক...
    শুভ কামনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : মঞ্জুর (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।