সংশয়

সংশয়
ওবায়েদুল্লাহ

কোথায় আছি? নাইতো কোথা
এমন বসবাস
এইত এখন অমনি তখন
গরল হিস্যা নিকাশ।

আসন পাতা , কোথায় আসন?
ভুবন পরপার
এইত আছে তেমন যেমন
হঠাৎ হাহাকার।

এই যে দেহ দেহ না কি?
মাটির ও পিণজর
এই যে আছে সকল মাঝে
শুনে্য বসত যার।

আসছি নাকি না এসেছি ?
পথ যে নিরাকার
এইযে আসা এইযে যাওয়া
খেয়ার পারাপার।

কোথায় যাব কোন সূদুরে?
দৃষ্টি অনিমেষ
এই যে নিথর গড়া মাটির
যাত্রা নিরুদ্দেশ।

৭৬৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “সংশয়”

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।