অভিসার



বাধন ছুড়ে বাইরে এস
জড়িয়ে ধর বুক
মাতাল ঝড়ে ঝরুক পড়ে
স্বপ্ন ধোয়া সুখ।
ছোয়ায় ছোয়ায় কাপবে ধরা
মদির ঢলে নেশা
সতেজ ফুলের মধু বনে
বহ্নি জলে মেশা।


লজ্জা ভুলে বাড়িয়ে দাও
কোমল দুটি ঠোঁট
অণল দোহে ভস্ম হউক
হৃদয় ক্ষত চোট।
চপল চপল চোখের ভাষা
জারি সারি গান
কৃষ্ণ রাধার কুনজ বনে
বষর্া বাদল বান ।


চক্ষু মুদে জড়িয়ে ধর
কাটুক ঘন রাত
উষ্ণ নিশ্বাস ঝরুক বায়ে
বন্ধ কথা বাত।
হিয়ায় হিয়ায় দুলবে নিশি
জোৎস্না মাখা চাঁদ
অকুল গাঙের ডুবো জলে
সাকির শুরা শ্বাদ।

৪ টি মন্তব্য : “অভিসার”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এখানে বৃষ্টিমুখরতায় অভিসারের পদ্য পড়তে বেশ লাগলো!
    কিছু বানানের প্রতি সবিনয়ে মনোযোগ করছি --
    অনল
    দোহে কি 'দোঁহে' অর্থে লিখেছিলেন?
    কুঞ্জ
    সাকির সুরা

    হউক এর স্থলে 'হোক' হলে যেন ভালো দেখাতো

    শুভ লেখালেখি ওবায়দুল্লাহ ভাই!

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।