বাসর

বলবো না কথা আর কারো সাথে এখন গভীর রাত
চামচিকি বাদুর উড়ছে আঁধারে আকাশে বুড়ো চাঁদ ,
চুপচাপ বুকের ভিতরে মুখ সুখে অকাতরে বিভোর
জোছনার লুটোপুটি প্লাবিত জোয়ারে পরান দুয়োর।
শুভ্র কামিনি জেগে সারারাত সোহাগে গন্ধ মাতাল
বাহূডোরে বাঁধা আকসিলতা পোড়া মন মগ্ন উথাল,
জোনাকির আলো নিভে জ্বলে মিটিমিটি তারার হাসি
হাস্নাহেনার সুবাস মদির দখিনা বাজায় মরমি বাঁশি।

চাতকী চোখ চুমে রাত নিঘর্ুম বহে সুখের নহর ধারা
ধরনি ঘুমায় আকাশ কোলে সাক্ষী অনিল চন্দ্র তারা,
বর্ষন হবে শ্রাবন স্রোতে তুমি আমি ভেসে নদী কল্লোল
হষর্িত কোকিল ডাকে কূহুকুহু কম্পিত কদমে হিল্লোল।
শুধু প্রেম কবে কথা গহীনে অন্তরে তুমি আমি নিশ্চুপ
গহীনে মিলিবে পরান একাকার মোহিনী রুপে অপরপ।
************

৪ টি মন্তব্য : “বাসর”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    বর্ষন হবে শ্রাবন স্রোতে তুমি আমি ভেসে নদী কল্লোল
    হষর্িত কোকিল ডাকে কূহুকুহু কম্পিত কদমে হিল্লোল।

    (- তার মানে বর্ষায় বিয়ে ! ) 😀

    ভালো লাগলো ভাই । (সম্পাদিত)

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    বুঝেছি বলবো না, পড়তে ভালো লেগেছে। প্রথম বার গড় গড়িয়ে পড়লাম, দ্বিতীয়বার থেমে থেম পড়ে দেখলাম ভালোই লাগে ,একটু যেন বুঝিও


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তফা (১৯৮০-১৯৮৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।