রাত জাগা ছন্দ।

আজ ব্যস্ত ছিলাম। ভীষণ ব্যস্ত।
সকালে দেখেছি দুটো স্বপ্ন।
দুপুরে ছিলো আকাশকুসুম প্রাসাদসম।
বিকেলটা ছিল রঙের বাহার।
গড়িয়ে বিকেল সন্ধ্যা যখন,
রবিকরের দৃষ্টি তখন–
কমলালেবুর বাকি আদ্ধেক।
চোখের পাতায় প্রজাপতি,
মনের মাঝে সেনাপতি-
রণে ভঙ্গ দেয় না।
হঠাৎ শুনি–
নাঁকি গলায় যন্ত্রদানব
ইনিয়েবিনিয়ে কেঁদেকেটে
যাচ্ছে গিলে তুষারমানব
দু-চার কদম চাকায় হেঁটে।
এরই মাঝে–
চোখটি বুজে তোমায় দেখি।
তোমায় ভাবি, তোমায় খুঁজি।
চোখের পাতায় প্রজাপতি,
মনের মাঝে সেনাপতি–
রণাঙ্গনের ক্লান্ত পথিক।
লুটিয়ে পড়ে মাটির দেহ।

২,১৩৫ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “রাত জাগা ছন্দ।”

    • মোকাব্বির (৯৮-০৪)

      ইদানিং অনেক ব্যস্ততার মাঝে গীটার ঝেড়ে মুছে বসছি যতটুকু পারছি। জংধরা মাথায় সুর সহজে ধরা দিচ্ছে না। মাঝে দুই লাইনের একটা কোরাস বসাতে চেয়েছিলাম। পারলাম না। পরে ভাবলাম দুটো লাইনকে কোরাস ধরি। সেটাও পারি নাই। বিরক্ত হয়ে গিয়েছিলাম। এটাকে গান বানানোর ইচ্ছা আছে কিন্তু কথাগুলো আরো ঘষা দিতে হবে। কেমন জানি খাপছাড়া খেই হারানো লাগছে সকালে পড়ার পর থেকে।


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    এটা কি তোমার কবিতা? একটু কঠিন কঠিন লাগছে। আমার ব্লগে তোমার প্রশ্নের শর্টকাট উত্তর দিয়েছি।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : মোকাব্বির (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।