ব্র্যান্ডেনবার্গে সেবাস্টিয়ান বাখের ভাবনাগুলো

ব্র্যান্ডেনবার্গের আকাশে তখনো সন্ধ্যা নামেনি।
শুনেছ কি ছুরিকাহত হয়েছে রংচটা বেহালাটা?
ওরা সবাই বলছে শেষবারের মত কেঁদেছে…অনেকক্ষণ।
আর সেইসাথে রক্তে লাল হলো আকাশ।
মৃদু বাতাস ভারী হলো স্বজন হারানো পিয়ানোর আহাজারিতে।
ঘরের কোণে কিছু বেহালার জটলায় মৃদু গুঞ্জন।
মূর্ছা যাচ্ছিল বাঁশি, আর তাকে শান্তনা দিতে চেলো
শূন্য দৃষ্টি মেলে জড়িয়ে ধরে আছে সেই শুরু থেকেই।
শুনলাম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করবে তাকে?
তাই বুঝি অন্তেষ্টিক্রিয়ায় ট্রাম্পেট গাইছে বীরত্বগাঁথা।
এই তো সেদিন সে আমায় বলেছিল, ‘যদি মারা যাই তবে?’
আমি বলেছিলাম, ‘তবে তোমার শবপোড়া ছাই উড়িয়ে দিব।
উড়িয়ে দিব পশ্চিমের বাতাসে, ব্র্যান্ডেনবার্গের লালচে আকাশে।’

১,৮৭৪ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “ব্র্যান্ডেনবার্গে সেবাস্টিয়ান বাখের ভাবনাগুলো”

  1. নাফিস (২০০৪-১০)

    "এই তো সেদিন সে আমায় বলেছিল, ‘যদি মারা যাই তবে?’
    আমি বলেছিলাম, ‘তবে তোমার শবপোড়া ছাই উড়িয়ে দিব।"

    যদি লাশ না পুড়িয়ে কবর দেওয়া হয়, তাহলে কি হবে? 🙂 (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : মোকাব্বির (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।