নীরব ভালোবাসা

ছাতা হাতে খোলা চুলে সতর্ক হরিণী।
“নীলচে জামা!” তুমি বলেছিলে, খেয়ালই করিনি।
লাজুক হাসি, “কোথায় যাবেন? বলুন কিছু?”
“যেদিকে বলো, দুচোখ যাবে তোমার পিছু।”
কপট রাগে উল্টো ঘুরে হাঁটা দিলে।
“এই মামা যাবে নাকি কার্জন হলে?”
রিকশায় বসে হয়না দেখা ঘাড় ঘুরিয়ে,
আলতো করে হাতটি ধরি চোখ সরিয়ে।
দুপুর গড়িয়ে শেষ বিকেলের লাল দালানে,
বসে আছি তুমি আমি আপন মনে।
“কিছু তো বলুন!” তোমার কথায় ফিরে আসি।
“কি শুনবে, মহাকাব্য যে কতটা ভালোবাসি?”
নীরব হাসি তোমার চোখে, তোমার মুখে।
তাকিয়ে থাকি। হারিয়ে যাই দুটো চোখে।
“তুমি কি জানো?”
“কি?”
“কিছুনা থাক!”
“বলতে হবে। বলেন।”
তুমি কি জানো ভালোবাসি
তোমার আমার নীরব ভালোবাসা?
তুমি কি জান‌ো ভালোবাসি
তোমার আমার নীরব হাসি?
তুমি কি জানো ভালোবাসি
তোমার আমার নীরবতার নেশা?

“কি হলো বলেন না কেন?”

২২ টি মন্তব্য : “নীরব ভালোবাসা”

মওন্তব্য করুন : সামি(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।