প্রার্থনা। অথবা অনুরোধ। অথবা ব্যর্থ প্রয়াস।

অনুরোধ

——————————————————————————
প্রার্থনা
——————————————————————————
অথবা
——————————————————————————
অনুরোধ
——————————————————————————
অথবা
——————————————————————————
ব্যর্থ প্রয়াস
——————————————————————————

এক একটা দিন খুব ইচ্ছে হয়।

ইচ্ছে হয় –
রীডিং গ্লাস চোখে , ইজি চেয়ারে বসে থাকা বাবার কাছে যাই।
কোলে মাথা পেতে বলি,
“বাবা, আপনি কী আবার যুবক হতে পারবেন?
আপনার যৌবনদৃপ্ত বুড়ো আঙুল হাতের মুঠোয় নিয়ে হাঁটার জন্য চৌরাস্তার মাথায় জনসমক্ষে
আমরা খামচাখামচি করব!
দশমীতে প্রতিমা বিসর্জন দেখতে পারিনি বলে কাঁদতে কাঁদতে আপনার সূতির পাঞ্জাবীটা ভিজিয়ে দিলে,
আপনি আমার অপরিণত চুলে নাক ডুবিয়ে বলবেন,

এইটুকু একটা ছেলের চোখে এত পানি আসে কোত্থেকে?”

———————–
৩০/০৩/০৯

২,২০৩ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “প্রার্থনা। অথবা অনুরোধ। অথবা ব্যর্থ প্রয়াস।”

  1. আপনার যৌবনদৃপ্ত বুড়ো আঙুল হাতের মুঠোয় নিয়ে হাঁটার জন্য চৌরাস্তার মাথায় জনসমক্ষে
    আমরা খামচাখামচি করব!
    দশমীতে প্রতিমা বিসর্জন দেখতে পারিনি বলে কাঁদতে কাঁদতে আপনার সূতির পাঞ্জাবীটা ভিজিয়ে দিলে,

    ইস.. কত্তদিন আব্বুর আঙ্গুলটা খামচে ধরে হাঁটিনি...
    আবার যদি সেই ছোট্ট হতে পারতাম।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    তোর লেখা দেখে আমার হিংসা লাগে।
    কিভাবে এতো ভালো লিখিস?
    নে একটা :salute: নে।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : মহিব (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।